Crime
Murshidabad Violence: গুলি, বন্দুক-সহ মুর্শিদাবাদ থেকে সেনার হাতে পাকড়াও সন্ত্রাসী? না, ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের
Claim
সংঘর্ষে বিধ্বস্ত মুর্শিদাবাদের মহম্মদপুর (Murshidabad Violence) থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ভারতীয় সেনা।

Fact
ভাইরাল ভিডিয়োটিতে ‘Bangla Vision’ নামের একটি চ্যানেলের লোগো দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের২৯ অক্টোবর, ওই চ্যানেলের ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
একই দিনে The Business Standard- এর প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি দেখতে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে, বাংলাদেশের মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি অভিযান চালিয়েছিল বাংলাদেশি সেনা এবং সেখান থেকে ২০ রাউন্ড গুলি ও দুটি বিদেশি বন্দুক-সহ মোট সাতজনকে আটক করা হয়েছিল।

অতএব এখন এটা জলের মতো স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং মুর্শিদাবাদের (Murshidabad Violence) নয়। বরং বাংলাদেশের।
Sources
Video by Bangla Vision, Dated October 29, 2025
Report by The Business Standard, Dated October 29, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z