Fact Check
Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হামলার আবহে ইন্টারনেটে ভাইরাল অজস্র ভুয়ো দাবি, এবারের Weekly Wrap-তে সেগুলোর সত্যতা জানুন
পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা (এলইটি)-র শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর হামলায়, মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসারান ভ্যালি (Pahalgam Terrorist Attack)। সেই নৃশংস সন্ত্রাসী হানায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই সন্ত্রাসী হানা ঘিরে একদিকে সোশ্যাল মিডিয়ায় যখন ক্ষোভের আগুন জ্বলছে, তার পাশাপাশি ছড়াচ্ছে বহু ভুয়ো তথ্য। সেই ভুয়ো তথ্যগুলোর পিছনের সত্যিটা জানুন এই প্রতিবেদনে।

মৃতদেহের সামনে বসে থাকা শিশুর মর্মান্তিক ভিডিয়োটি পুরনো, পহেলগামে জঙ্গি হানার নয়
জঙ্গি হামলায় নিহত আত্মীয়ের কাছে বসে থাকা শিশুর ভিডিয়োটি ২০২০ সালের এবং সোপোর জঙ্গিহানার। সাম্প্রতিক পহেলগাম হামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা ভারতীয় সেনার নেওয়া পহেলগাম হামলার প্রতিশোধের ভিডিয়ো নয়, জানুন আসল সত্যিটা
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং সেটি ভারতীয় সেনার একটি মক ড্রিলের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পহেলগাম হামলায় সদ্য বিবাহিত প্রয়াত সেনাকর্মীর শেষ ভিডিয়ো এটা নয়, জানুন দম্পতির আসল পরিচয়
ভাইরাল ভিডিয়োটি পহেলগামে সন্ত্রাসী হামলার প্রয়াত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তাঁর স্ত্রীর নয়। বরং অন্য একটি দম্পতির।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পহেলগাম হামলার পর পাকিস্তানকে প্রত্যুত্তর ভারতীয় সেনার? না, ভিডিয়োটি কমপক্ষে ৫ বছর পুরনো
ভাইরাল ভিডিয়োটি পুরনো। পেহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনার প্রত্যুত্তরের নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পহেলগামে জঙ্গি হানা! সোশ্যাল মিডিয়ায় ছড়ালো নবদম্পতির AI নির্মিত ছবি
পহেলগামে পাক জঙ্গিদের হামলায় (Pahalgam Terrorist Attack) আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নবদম্পতির ছবিগুলো আসল নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিজেপির সদস্য তালিব হুসেনই কি পহেলগাম হামলার মাস্টারমাইন্ড? জানুন আসল সত্যিটা
ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

গুলি, বন্দুক-সহ মুর্শিদাবাদ থেকে সেনার হাতে পাকড়াও সন্ত্রাসী? না, ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং মুর্শিদাবাদের (Murshidabad Violence) নয়। বরং বাংলাদেশের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

হিন্দু-রক্ষার্থে এবার পথে নেমে প্রতিবাদে সামিল যোগী আদিত্যনাথ? না, ভাইরাল ব্যক্তির পরিচয় জানুন
পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- দাবিটি সঠিক নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিক্ষোভকারীদের সামনে পুলিশের অসহায় অবস্থায় হাতজোড়ের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, জানুন কোথাকার…
ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও যোগ নেই। সেটি ত্রিপুরার।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z