শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkপ্যারাসিটামল পি -৫০০এ ম্যাচাপু ভাইরাস থাকার জাল পোস্ট ফের ভাইরাল হলো

প্যারাসিটামল পি -৫০০এ ম্যাচাপু ভাইরাস থাকার জাল পোস্ট ফের ভাইরাল হলো

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ম্যাচাপু নামের একটি ভাইরাসের কিছু পোস্ট। দাবি করা হচ্ছে প্যারাসিটামল পি -৫০০ খেলে শরীরে বাসা বাধবে প্রাণঘাতী ভাইরাস ম্যাচাপু। বলা হয়েছে এই ভাইরাসটি মানব দেহে ঢোকার পরেই নিজের কাজ শুরু করে দেয়, শরীরের কাঠামোতে পচন ধরতে শুরু করে।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

২০২০ সাল আমাদের প্রত্যেকের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চীনের থেকে উৎপন্ন হওয়া মারণ ভাইরাস করোনা চীনের সীমানা পেরিয়ে সারা বিশ্বে তার মৃত্যু জাল ছড়াতে থাকে। এতটাই ছোঁয়াচে হয়ে পরে করোনার ভাইরাস যে পৃথিবীর প্রতিটা দেশের মানুষ ঘরবন্দি হয়ে পরে। স্তব্ধ হয়ে পরে মানব সভ্যতা। ধীরে ধীরে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হওয়ার পর পৃথিবী পুনরায় তার আগের চেহারা ফিরে পায়, যদিও এখনো সম্পূর্ণ চিন্তা মুক্ত হওয়া যায়নি কারণ করোনার প্রকোপ এখনো পুরোপুরি মুছে যায়নি আমাদের জীবন থেকে।

ভারত এই মুহূর্তে করোনার বিস্তারকে কিছুটা হলেও আয়ত্বে এনে ফেলছে। এই আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ম্যাচাপু নামের একটি ভাইরাসের কিছু পোস্ট। দাবি করা হচ্ছে প্যারাসিটামল পি -৫০০(Paracetamol P 500) খেলে শরীরে বাসা বাধবে প্রাণঘাতী ভাইরাস ম্যাচাপু। বলা হয়েছে এই ভাইরাসটি মানব দেহে ঢোকার পরেই নিজের কাজ শুরু করে দেয়, শরীরের কাঠামোতে পচন ধরতে শুরু করে। পরিবার ও পরিবারের সকলকে এই নতুন ভাইরাসের সম্পর্কে অবগত করার নির্দেশের সাথে সাথে এটাও বলা হয়েছে নিজের লোকালয়ের প্রতিটা অসুধের দোকানে খেয়াল রাখতে যাতে কেউ প্যারাসিটামল পি -৫০০(Paracetamol P 500) বিক্রি করতে না পারে।

শেয়ারচ্যাট থেকে আমরা এই ধরণের কিছু পোস্ট পাই। কীওয়ার্ড দিয়ে খোঁজার পর ফেসবুকেও ম্যাচাপু  ভাইরাস ও প্যারাসিটামল পি ৫০০(Paracetamol P 500) এ ম্যাচাপু(Machapu) ভাইরাসকে নিয়ে ভাইরাল হওয়া সতর্কতামূলক কিছু পোস্ট পাই। 

প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস image 1
প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস image 2
প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস image 3
https://www.facebook.com/photo?fbid=731911107514735&set=basw.AbqtE9C7V1LpoowPZzKOfGTx3QF6dluy1EyPcN1Iyj-OSgzyyi02n07cyV9W7yviaYDzJcorBXQtuWa1eoj41XwtJgu50nGTrzMBuW2vCx5XyrYh1QNn30Vi1rakOh1U6n1gkQuhGTKpYn0xLR0RkbKy0w6t2r6hone_WHnlHM6euFDtnW9N95ROYIGzo7MnhIbwPhEgrwqqW_BumNV_fqqwBLKKauLAU4CKEc_yKzAzLQ&opaqueCursor=AbrCmGA31JibdpHPNFeef3OxNd9sB7vy2O9UtESc4EhIIm8IuJ0Ane4jZu1QzFgZNdqgYJPWu1VNreBodE1PQ0cimWndlhAv-a8IlMp_YBJrwnrt25BJusup7ZInfkkJLspjftj6E3y-ZANdfSrXPeCpC9XwEPHs5hpuhvfJe_dlOuZEsUIFfJNu61DARMdHEjcll9NPr9wcJO_lCIqU3wVbmXzZ5wCT6JXyZhkx8_xrCltQ4VZcQ6yVWORrW0nM8Wjiha-M7FeHr0_iDGC4EQNNNolGMzzvCrefU0p6ur2iE2JIvdnCeQ5q51b1rE3JrkaS23gQ3B1AGIoef3YgGpLTLSlmk72pm2Av7eS8-M3XxhJ8HxZanN3j9lPPkzOYySi1sp1SxcA7Ng4oG382CgVyJjRv1a8VuDK6IVy5jgZ5qyVVlqwR7cN7KIUa3D0LVIKgcTlR8YoD9SNN3-lO5r_geI2U2aoYOlUoAjS377a9oF22ik2UWpfNWDj-irFw_Q8b0Xtzo2kzO1seXWP-s7wiEDqNxc6YvGy3K7ussUMkDZy_cbVUWlos1BhYtv25nFwSKBVch0induf1ARbtYWs73gfM200-CvX3jyaeU51U00QizbqLpsk_xMuJPLGeVrFSTk8oROU5YIrLcrJTirLS46Cbig5i1uubNcPWQ-5zh30t4t54XJQ2_G-3vJEFySruiMnPUHlad88YLfqrvIi82nZcFFJVA_CGXrZDa6zbpQ
https://www.facebook.com/photo?fbid=422880758926101&set=basw.AbrBtgm8QCU6mtYRzB_AWAiRzHSuUwCE6-88bOcwblNHXAHwHQeGTomwofe8aO0xGUHilLY9TWMrgAo4y4R2Y7Rte2xq5xk3lHIMu4S0nvX2-HASh8bHYd3SZmufSpqpNz1EPo7mBYNlNbRycUawNgMGVtlOqX8N0uvt_ABjr0fyZpYwqRMMxKfl7kNAOeZdNG17L3sz27TNIVnkOms5Ftp_xOnYixX4u8xDNUqw7KGx8A&opaqueCursor=AbqN7Qi6GwHS4O-C9n9J0aKa1qlLI5PlmPPIYmDErFPB4cUcQBWAjZXrqi2J6jcDZFn1l043hgYyKHGM_YvY73Uan5yz5l_qNOCbQy-WeiOGdIyrqh2RwV38C_noXJomNBWs7gTQ_9dyDZLmKY2IlumEhL9jV5cqNiWYhCqLu8NV8plHozcOv0TmEAj5Q4OQj9it0V_k2C5mM53p1dTDvg5Rd_zE-RgVhGkU5n_bwnAd8ogXPvdbx-J6ekVl21RZFZKLHYgetrwg2Pe2WiEd1PuR7OdpG6Aqx9qysk6JkJcGQ9YpQjKsGIa1_mWEvcHyZLt9Q8X6kpFeg6GGIpnPsp4bpi8NBb-QgNezUP37MKXqKu0Zni8-qW6_a40xyHpyk2VAr8FZAR-Uj54fzwChCcnoHCC9zpIYskg5_bUkqte1NHfPUaehm8gEMyKD63LsLe0TbSRDdPNFuR-vpUUOzl0qZpi9J0BTa2n7y_vTX7P0eskgDRTcviiJGTGTlB7Ufx5G4LiW8tnuJ1OpRId0jd29GjqRQnVT9Op_dPcwukaYvEKuML4oEQczeViOWyPxHM5x5EgBMpV-ZDje9EP32oxZoXr3jEu5Ew7EOX8lW7cH1ya-V3SssIjaGaNtrS9q61SB9SHcjxzpuVKdRAO8ReM8R5HzspbM89D8yoo9fMaWu6VXJiwvR_dbZ7BLAONjJesFp6cqO0lK9Z7iR9R8KmPNh4beG5yGKPRSU4-mDh_h6Q

Fact -check / Verification 

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্যারাসিটামল পি ৫০০(Paracetamol P 500) এ ম্যাচাপু(Machapu) ভাইরাস নিয়ে ছড়ানো দাবি সম্পূর্ণ জাল। গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর The Hinduর একটি প্রতিবেদন পাই যেখানে এই ভাইরাল বার্তাটিকে মিথ্যে বলা হয়েছে। The Hindu ২০১৭ সালের রিপোর্টে বলা হয়েছে machapu ভাইরাস Arenavirus প্রজাতির যাকিনা মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর , কাঠবিড়ালিদের দেহে বেশি পরিমানে পাওয়া যায়। মানব দেহে এই ভাইরাসের প্রতিক্রিয়া খুবই কম দেখতে পাওয়া যায়। BITS Pilani প্রফেসর সুমন কাপূর জানান ভারতে যদি প্যারাসিটামল পি ৫০০(Paracetamol P 500) এ ম্যাচাপুর(Machapu) মতো মারণ ভাইরাসের উপস্থিতি থাকতো তাহলে সরকার পক্ষ থেকে অ্যাডভাইসারি জারি করা হতো। এই ম্যাসেজটি জাল। 

প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস The Hindu news
Screenshot taken form The Hindu

গুগল থেকে খোঁজার পর জানতে পারি দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে এই ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল বলে এই ভাইরাস থেকে ছড়ানো রোগকে ‘Bolivian hemorrhagic fever’ ও বলা হয়। বলভির সান জোয়াকুইনে মারাত্বক ভাবে বিস্তারের পর মানুষের কাছে পরিচিতি পায় এই ম্যাচাপু ভাইরাসটি। 

প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস Google search screenshot

Stanford University-র একটি আর্টিকলে এই ভাইরাসটির সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ পাই। জানা গেছে ১৯৫৯সালের শুরু থেকে ১৯৬০ সালের বছর শুরু পর্যন্ত এই ভাইরাসটি ছিল বলভিয়ার গ্রামাঞ্চলে। সান জোয়াকুইনে এই রোগটি দ্রুত বিস্তার করতে থাকে। নিমেষের মধ্যে গ্রামাঞ্চলে বাড়তে থাকে মৃতের সংখ্যা। তখন বলিভিয়ানরা এই ভাইরাসটিকে ‘Black Typhus’ বলতো কারণ এই জীবাণুর সংক্রমণে দেখা দিতো অতিরিক্ত জ্বর, শরীরে ব্যথা ও একের পর এক মৃত্যু।

বলিভিয়ার সরকার থেকে এই রোগের থেকে নিস্তার পাওয়ার জন্য আমেরিকার কাছে সাহায্যের হাত পাতে। কয়েক মাস পরীক্ষা নিরীক্ষার পর সম্পূর্ণ ভাবে এই জীবাণুটিকে নির্মূল করে মার্কিন গবেষণাকাররা। NIH এর কার্ল জনসন বলিভিয়ার গ্রামাঞ্চলে থেকে ইঁদুরদের পরীক্ষা করা ও জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে ভ্রাম্যমান ল্যাবরোটারী দস্তানার বাক্সও বানান। ভাইরাসটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় কিছু ভাইরাসবিদ ও গ্রামাঞ্চলের প্রায় ২০% এর মতো মানুষের মৃত্যু ঘটে এবং এই ভাবে সান জোয়াকুইন থেকে বলিভিয়ার শহরাঞ্চলেও এই ভাইরাসটি দ্রুত গতি ধারণ করে। 

প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস  Stanford University report
Stanford University‘s article screenshot

এই ভাইরাস নিয়ে আমরা আমাদের অনুসন্ধান আরও গভীর করার পর জানতে পারি ২০১৭ সালে সিঙ্গাপুরেও এই ভাইরাস নিয়ে জাল ম্যাসেজ ছড়াতে থাকে। সিঙ্গাপুরের সরকাররের তরফ থেকে জনগণের উদ্দেশ্যে একটি অ্যাডভাইসারি জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে প্যারাসিটামল পি -৫০০(Paracetamol P 500) এ ম্যাচাপু(Machapu) ভাইরাস পাওয়া যাচ্ছে এই বার্তাটি জাল। 

প্যারাসিটামল পি -৫০০ এ ম্যাচাপু ভাইরাস HSA Singapore public advisory report
HSA Singapore public advisory copy

Conclusion 

প্যারাসিটামল পি ৫০০(Paracetamol P 500) এ ম্যাচাপু(Machapu) ভাইরাস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে এই জাল বার্তাটি ভাইরাল হয়েছে যা ২০১৭ সালের থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। শুধু মাত্র ভারতেই নয় ২০১৭ সালে সিঙ্গাপুরেও এই জাল বার্তাটি জনসাধারণের মধ্যে ভয় ও বিভ্রান্তির সূচনা করেছিল। 

Result – False

Our sources

The Hindu- https://www.thehindu.com/news/cities/Hyderabad/%E2%80%98Viral%E2%80%99-message-on-paracetamol-a-hoax/article17293098.ece

Stanford University- https://web.stanford.edu/group/virus/arena/2005/MachupoVirus.htm

Health Sciences Authority of Singapore – https://www.hsa.gov.sg/announcements/news/hsa-addresses-hoax-alert-regarding-machupo-virus-found-in-paracetamol-tablets

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular