Fact Check
Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী?
(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindi দ্বারা প্রকাশিত হয়েছিল)
Claim
কিছুদিন আগে তাপসী পান্নু অভিনীত অনুরাগ কাশ্যপ পরিচালিত দোবারা প্রেক্ষাগৃহে প্রকাশিত হয়েছে। এর আবহে ভাইরাল দাবি Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী পান্নু। এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সাদা কামিজ এবং গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে তাপসী দাঁড়ানো। ওনার কপালে গেরুয়া তিলক কাটা এবং হাতে সিদ্ধি বিনায়েকের প্রসাদের প্যাকেট।
ছবিটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে ‘ফিল্ম ফ্লপ হতেই ধার্মিক হয়ে গেল,আজমের বদলে সিদ্ধি বিনায়ক ঘুরতে গেল। ঠাকুর বলিউডের সব ফ্লিম ফ্রপ করে দাও’

Fact
১৯শে অগাস্ট তাপসী পান্নুর Dobaaraa সিনেমাটি রিলিজ করেছে। যদিও বক্স অফিসে এই ছবিটি তেমন ভাবে সারা ফেলতে পারেনি। অনেকেই সিনেমাটি বের হওয়ার আগে ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর মন্তব্যকে দায়ী করেছে।
Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী পান্নু এই দাবিতে ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ করার পর জানতে পারি ছবিটির ২০১৯ সালের। Mid-Dayর ২৬শে অক্টোবর ২০১৯ সালের একটি প্রকাশিত রিপোর্টে এই ছবিটি ছিল। Times Of India ও নিজের রিপোর্টে এই ছবিটিকে ব্যবহার করেছিল।
ইউটুউব থেকে SpotboyE নামের চ্যানেল থেকে নিজের পরিবারের সাথে সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করার ভিডিওটি ২০১৯ সালের ২৬শে অক্টোবর আপলোড করা হয়েছিল।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী এই দাবিতে ভাইরাল ছবিটি ২০১৯ সালের তোলা যা বর্তমানে ভুল দাবির সাথে ভাইরাল হয়েছে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।