Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করালে ব্যাঙ্কের সমস্ত টাকা হারাতে হতে পারে
Fact: দাবিটি সম্পূর্ণ মিথ্যে, প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহজে পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে নির্দেশ দিয়েছে
ফেসবুকে UltiMad Motivation নামক চ্যানেলের একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে আধার কার্ডের সাথে যদি প্যান কার্ডের লিঙ্ক করান তাহলে সর্বনাশ হবে। আপনি হয়তো আপনার ব্যাঙ্কের সমস্ত টাকাও খোয়াতে পারেন। ( please wrote the exact viral caption quote unquote)
ব্যাঙ্কের যাবতীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ হলো প্যান কার্ড বা আপনার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, অন্যদিকে আধার হলো বিশেষ নম্বর যেখানে প্রতিটি ভারতীয়ের বায়োমেট্রিক তথ্য সঞ্চয় করা থাকে। সাধারণ মানুষের সুযোগ সুবিধা যাতে সহজে পায় তাই এখন আধার কার্ড খুবই জরুরি হয়ে পড়েছে। এই আধার ও প্যান কার্ড নিয়ে দাবি এই দুটি কার্ডকে একসঙ্গে লিঙ্ক করলে খোয়া যেতে পারে সঞ্চয়ের সমস্ত অর্থ।
প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করলে খোয়াতে পারেন মোটা অঙ্কের টাকা এই দাবিতে ফেসবুকের ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ শোনার পর দেখা গিয়েছে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে নয়। শুরুর অংশে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে মাত্র।
আমাদের অনুসন্ধান শুরু করার পর India Today র ১৪ই মার্চের রিপোর্ট পাই। ৯০এর জনপ্রিয় অভিনেত্রী নাগমা আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাতে গিয়ে এক লক্ষ টাকা খুয়েছেন। রিপোর্টে বলা হয়েছে ২৮শে ফেব্রুয়ারি নাগমা মোবাইলে একটি এসএমএস পান যেখানে বলা হয়েছে বিকেলের পর থেকে নেট ব্যাঙ্কিং করতে পারবেন না, এবং সাথে একটি লিঙ্ক তিনি পান। তিনি লিঙ্কটিতে ক্লিক করার পর একটি ওটিপি আসে এবং পরমুহূর্তেই দেখেন তার অ্যাকাউন্ট থেকে ১লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।
এই রিপোর্টে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কোনো অচেনা নম্বর থেকে ফোনে ওটিপি আসলে বা প্যান আধার কার্ডের লিঙ্ক করার সময় অন্য কোনো লিঙ্কে ক্লিক করার আগে। জানিয়ে রাখি ফেসবুকের ভাইরাল ভিডিওটিতেও একই কথা বলা হয়েছে যে এখানে প্যান আধার লিঙ্ক করার সময় অনেক জাল এসএমএস আস্তে পারে ফোনে। সেই সমস্ত মেসেজ খোলার আগে সাবধান হন।
অন্যদিকে The Economic Times এর ২৩শে মার্চের রিপোর্টে বলা হয়েছে ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে প্যান আধার লিঙ্ক না করলে পয়লা এপ্রিল থেকে প্যান কার্ড কোনো কাজে লাগবে না, কার্ডটির বৈধতা নষ্ট হবে। এখানে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের টুইটও আমরা পাই। ভারতীয় ইনকাম ট্যাক্স ১৯৬১ অনুযায়ী প্যান কার্ড ব্যবহারকারী গনি ৩১শে মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যানের লিঙ্ক না করালে ১লা এপ্রিল থেকে প্যান কার্ড অকেজো হয়ে যাবে। কার্ডের বৈধতা বজায় রাখতে আজই লিঙ্ক করুন।
আমরা এমন কোনো তথ্য পাইনি যেখানে বলা হয়েছে আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক করলে ব্যাঙ্কের খাতা থেকে গায়েব হতে পারে সমস্ত টাকা। অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করলে খোয়াতে পারেন মোটা অঙ্কের টাকা এই দাবিটি মিথ্যে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ভিডিও যেখানে বলা হয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করলে খোয়াতে পারেন মোটা অঙ্কের টাকা এই দাবিটি মিথ্যে।
Our Sources
Income Tax India‘s tweet
The Economic Times report publshed on 23 March 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025