Claim
ফেসবুকে গাজার যুদ্ধ পরিস্থিতির আবহে দুটি ছোট্ট শিশু কন্যাদের ছবি ভাইরাল হয়েছে যেখানে তাদের তাঁবুর মধ্যে কাদা জলে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।

Fact
গাজার শীতের রাতে কাদা জলে শুয়ে থাকা বাচ্চাদের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী, ছবিটি বাস্তবের নয়।
ভাইরাল এই ছবিটিকে নিয়ে অনুসন্ধানের সময় আমরা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী ছবি যাচাই করার Hive Moderation টুলের মাধ্যমে জানতে পারি ছবিটির ৯৯% AI তে তৈরী।

অনুসন্ধানের সময় আমরা জানতে পারি এই ধরণের আরো ছবি প্যালেস্টাইন – ইজরায়েলের বিবাদের আবহে ছড়িয়েছে ইনস্টাগ্রামে।
এর আগেও আমরা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী ভাইরাল ছবির সত্যতা যাচাই করেছি যা এখানে দেখা যেতে পারে।
Result: False
Source
HIVE Moderation tool
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।