নতুন কৃষিবিলকে কেন্দ্র করে ভারতের রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে আছে। পাঞ্জাব, হরিয়ানার থেকে কৃষকরা একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করার পর সেই আন্দোলনের আঁচ সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে একটি ছবি যেখানে আন্দোলনরত কৃষকের হাতে একটি জ্বলন্ত Jio সিমের খাম ধরা। দফায় দফায় বৈঠকের পরেও সরকার পক্ষ থেকে আশার বাণী পায়নি কৃষকরা। এর পরেই শুরু হয়েছে আম্বানি ও আদানিদের সব পণ্য বাতিল করার দাবি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জিও সিম, রিলায়েন্স আদানি গ্রুপের তেল ও অন্যান্য পণ্য বাতিলের দাবি।


Fact check / Verification
জিও সিম জ্বালানোর ছবিটি এই বছর সেপ্টেম্বর মাসের। গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর জানতে পারি এই ঘটনাটি সেপ্টেম্বর মাসের। Indian Express এর প্রকাশিত খবর অনুসারে সর্বভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি AIKSCC কেন্দ্র সরকারের আনা কৃষি বিলের তিনটি বিলের বিরোধিতা স্বরূপ ২রা অক্টোবর থেকে রিলায়েন্সের পেট্রল, ডিজেল, সিম কার্ড বয়কটের ডাক দেবে। ভারতের বৃহৎ কর্পোরেট সংস্থা রিলায়েন্স গ্রুপের যাবতীয় পণ্য ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাবের কৃষকরা।

Times of India, The Tribune India র রিপোর্ট অনুযায়ী সামাজিক গণমাধ্যমে রিলায়েন্সের পেট্রল পাম্প ও সিমকার্ড বর্জন করার জন্য প্রচার চালায়। কৃষিতে কর্পোরেট সংস্থার প্রবেশের প্রতি বিরোধিতা স্বরূপ এই ‘সিম সত্যাগ্রহ’ শুরু হয়। জানা যায় বহু কৃষক, তাদের পরিবার ও তাদের কর্মচারীরা তাদের মোবাইল নম্বর জিও থেকে পোর্ট করিয়ে অন্য নেটওয়ার্কের সাথে যুক্ত করে। সোশ্যাল মিডিয়াতে জিও সিম বয়কটের প্রচারে বহু পাঞ্জাবি গায়কেরাও যোগদান করে বলে জানা যায়।

Conclusion
কর্পোটের সংস্থার কৃষিতে পদার্পনের প্রতিবাদের ২রা অক্টোবর পাঞ্জাবে চলে Jio সিম কার্ড জ্বালিয়ে সিম সত্যাগ্রহ। সেই ছবিই দিল্লী বর্ডারের কাছে চলা কৃষক আন্দোলের আবহে ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
Result – Partially False
Our sources
The Indian Express – https://indianexpress.com/article/cities/chandigarh/farmers-arhtiyas-intensify-protest-call-boycott-reliance-products-6644450/
The Tribune India – https://indianexpress.com/article/cities/chandigarh/farmers-arhtiyas-intensify-protest-call-boycott-reliance-products-6644450/
Time of India – https://timesofindia.indiatimes.com/city/ludhiana/sim-satyagraha-has-farmers-in-punjab-turning-against-corporates/articleshow/78440002.cms
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।