Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: বাংলাদেশের সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর হুমকির ভিডিয়ো।
Fact: ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের কোনও সশস্ত্র গোষ্ঠীর নয়। বরং সেটি মায়ানমারে নবগঠিত একটি সশস্ত্র বাহিনীর ভিডিয়ো।
সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে একটি ভিডিয়ো। যেখানে মুখ ঢাকা অবস্থায় এক যুবককে কিছু বলতে শোনা যাচ্ছে। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, সেটি বাংলাদেশের জঙ্গিদের হুমকি দেওয়ার দৃশ্য়। পোস্টের সঙ্গে লেখা হয়েছে, “যেমন খুশি তেমন সাজো আরেকটি ভিডিও। সুদখোর দেশটাকে জঙ্গিদের অভয় অরণ্য বানিয়ে ফেলেছে…!!”
ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর, Development Media Group নামের একটি পোর্টালে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল- “New Muslim armed group emerges in Arakan State”। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মায়ানমার-বাংলাদেশ সীমান্তে অবস্থিত মউংদাও শহর দখলকারী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য়, আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এএনডিএফ) নামের একটি নতুন সশস্ত্র গোষ্ঠী তৈরি হয়েছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের প্রাক্তন নেতা ডাক্তার এরিক, যার নেতৃত্ব দিচ্ছে। সশস্ত্র গোষ্ঠীতে রয়েছে ৫০ জন সদস্য়, যারা মূলত রোহিঙ্গা মুসলিম।
আরও সার্চ করলে দেখা যায় যে, ১১ ডিসেম্বর, Rohingya Knowledge World নামের একটি ইউটিউব চ্য়ানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, ‘Who are they? Arakan Rohingya National Defence Force (ARNDF)’। সেখান থেকেও জানা যায় যে, নবগঠিত সশস্ত্র গোষ্ঠীটির নাম হল, ‘Arakan Rohingya National Defence Force (ARNDF) or Arakan National Defence Force (ANDF)’।
সুতরাং এখান থেকে জানা যায় যে, ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের কোনও সশস্ত্র গোষ্ঠীর নয়। বরং সেটি মায়ানমারে নবগঠিত একটি সশস্ত্র বাহিনীর ভিডিয়ো।
সম্প্রতি যশোরের এক মাদ্রাসার ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার ভিডিয়ো প্রবল চর্চার বিষয় হয়ে উঠেছিল। কারণ সেটিকে সত্য়িকারের কোনও জঙ্গিগোষ্ঠীর ভিডিয়ো বলে অনেকেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছিল। যদিও News Checker ফ্য়াক্টচেক করে আসল সত্য়িটা সকলের সামনে এনেছিল এবং প্রমাণ করেছিল যে, সেটি কেবলমাত্র একটি প্রতিযোগিতা, কোনও সত্য়িকারের জঙ্গিগোষ্ঠীর ভিডিয়ো নয়।
Sources
Video by Development Media Group, Dated December 13, 2024
Video by Rohingya Knowledge World, Dated December 13, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
March 8, 2025
Tanujit Das
March 6, 2025
Tanujit Das
March 3, 2025