Authors
Claim
আগামীকাল থেকে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের নতুন নিয়মঅনুসারে ফোনের সমস্ত তথ্য, কল এমনকি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালাবে সরকার।
Fact
আগামীকাল থেকে সোশ্যাল মিডিয়া ও ফোনের সমস্ত তথ্য রেকর্ড করবে ভারত সরকার এই দাবিটি মিথ্যা এবং গুজব ছাড়া আর কিছুই না।
গুগলে অনুসন্ধানের পর আমরা PIB র ২০২১ সালের একটি টুইট পাই। হিন্দিতে PBI এর টুইটে বলা হয়েছে ‘একটি ভাইরাল বার্তায় বলা হয়েছে ভারত সরকারের নতুন সঞ্চার নিয়ম অনুসারে হোয়াটসঅ্যাপ ও ফোনের সমস্ত কলের উপর এবার থেকে নজর রাখবে ভারত সরকার। PBI র তথ্য অনুসারে এই দাবিটি গুজব। ভারত সরকার এমন ধরণের কোনো নিয়ম লাগু করেনি’.
একই দাবি ২০২১ সালে ভাইরাল হয়েছিল এবং তার উপর আমরা তথ্য যাচাই করেছিলাম। এখানে দেখা যেতে পারে পুরোনো দাবি সমেত আমাদের পূর্ণ দৈর্ঘের ফ্যাক্ট-চেকটি পড়তে পারেন।
Result: False
Source
PIB Fact check post, 27May 2021
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।