Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
নয়া ডিজিটাল নিয়মে সব কল রেকর্ড হবে, সমস্ত সামাজিক গণমাধ্যম Facebook, WhatsApp, Instagram, Twitter এর উপর নজর রাখবে ভারত সরকার – এমনই দাবি ফেসবুক ও হোয়াট্সঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। আবার এই দাবির সাথে অন্য একটি বার্তা জুড়ে বলা হচ্ছে যে WhatsApp এর নতুন নিয়ম অনুসারে একটি টিক চিহ্ন মানে বার্তাটি আপনি পাঠিয়ে দিয়েছেন, দুটি টিক চিহ্ন মানে প্রাপকের বার্তাটি পৌঁছে গেছে। যদি টিক চিহ্নটি দুটি নীল রঙের হয় তার মানে ব্যক্তিটি আপনার বার্তাটি পড়েছেন এবং যদি তিনটি নীল টিক দেখায় তার মানে আপনার বার্তাটি সরকারের কাছে গেছে। আর এই বার্তাটি পাওয়ায় পর সরকার আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানতে পারবেন যদি দুটি নীল টিক চিহ্ন ও একটি লাল টিক চিহ্ন দেখেন।
আজ থেকেই কেন্দ্রের “নয়া ডিজিটাল নজরদারি বিধি” কার্যকর : –
Bᴇ ᴍᴏʀᴇ ᴀᴡᴀʀᴇ ᴏғ ᴀʟʟ ɪɴ ᴛʜᴇ ɢʀᴏᴜᴘ …
Iᴍᴘᴏʀᴛᴀɴᴛ ɪɴғᴏʀᴍᴀᴛɪᴏɴ ᴀʙᴏᴜᴛ WʜᴀᴛsAᴘᴘ’s ɴᴇᴡ ʀᴜʟᴇs ᴛᴏ ɢʀᴏᴜᴘ ᴍᴇᴍʙᴇʀs …
[সংগৃহিত]
গত ২৫শে মের পর থেকে ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে শোরগোল পড়েছে যে এবার হয়তো সমস্ত সোশ্যাল সাইট বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার।
কার্যত জনপ্রিয় গণমাধ্যম যেমন Facebook, WhatsApp,Instagram, Twitter এবং YouTube এর মতো অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার দাবিতে রীতিমতো চঞ্চল হয়ে উঠেছে জন সাধারণ। ২৬শে ফেব্রুয়ারি ভারতে সমস্ত সামাজিক গণমাধ্যমের ক্ষেত্রে নতুন নিয়ম আনে ভারতের তথ্য-প্রযুক্তি মন্ত্রক এবং Facebook, Instagram, Twitter এর মতো জনপ্রিয় সোশ্যাল সাইটকে দেওয়া সময় সীমা ছিল ২৫শে মে। মূলত ২০২০ সালে করোনার জন্য লকডাউনের পর থেকে সাধারণ মানুষ যেন আরো বেশি সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে।
গত বছর কমিউনিস্ট চীন ভারতের লাদাখ সীমান্তে অযাচিত ভাবে নিজের সেনা ছাউনি তৈরী করার পর থেকে চীনকে উপযুক্ত শিক্ষা দিতে ভারত সরকার বেশ কিছু চীনা অ্যাপ বন্ধ করে দেয়, যার মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল TikTok .এর পর এখন আবার নয়া ডিজিটাল নিয়মে সব সামাজিক গণ মাধ্যম যেমন Facebook, WhatsApp,এবং YouTube মতো সাইটগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের মনে অসন্তোষের দানা বাধতে শুরু করেছে।
নয়া ডিজিটাল নিয়মে সব কল রেকর্ড করা হবে,সমস্ত সামাজিক গণ মাধ্যমের উপর চালানো হবে নজরদারি,ধর্মীয়, রাজনৈতিক বিষয়ে কোনো মিথ্যে বা বিভ্রান্তমূলক বার্তা পাঠালে পুলিশ ও প্রশাসন বিনা চার্জশিটে প্রেরকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বা WhatsApp এ টিক চিহ্নের রঙের উপর নির্ভর করে জানতে পারবেন আপনি সরকারের নজরে পড়েছেন কিনা- এই ভাইরাল দাবিটি সত্যি কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।
নয়া ডিজিটাল নিয়মে সব কল রেকর্ড করা হবে,সমস্ত সামাজিক গণ মাধ্যমের উপর চালানো হবে নজরদারি, কোন পরিস্থিতিতেই THE GOVERNMENT OR THH PRIME MINISTER এর বিরুদ্ধে কোনো খারাপ পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না এই দাবিটি সম্পূর্ণ জাল। ভারত সরকার থেকে এই ধরণের কোনো নিয়মের প্রণয়ন করেনি। আমার PIB Fact-check এর টুইটার পেজ থেকে হিন্দিতে ভাইরাল হওয়া এই একই বার্তাকে নিয়ে একটি তথ্য যাচাইয়ের টুইট পাই।
PIB র তরফ থেকে এই নয়া ডিজিটাল নিয়মে সব কল রেকর্ড করা হবে ভাইরাল বার্তাটিকে মিথ্যে বলা হয়েছে। এছাড়াও WhatsApp কে নিয়ে যে দাবি করা হচ্ছে যে এই অ্যাপের্ থেকে করা সমস্ত কলের তথ্য সংগ্রহ করা হবে, টিক চিহ্নের সংখ্যা ও রঙের দ্বারা জানতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো আইনি কার্যকলাপ চলছে কিনা- ভাইরাল এই মেসেজটিও ভুয়ো।
আরও পড়ুন:কেন্দ্র সরকারের সোশ্যাল মিডিয়ার নতুন গাইডলাইন নিয়ে ভাইরাল হলো জাল বার্তা
গতবছর এপ্রিল মাসেও এই ধরণের একটি বার্তাটি ভাইরাল হয়েছিল হোয়াট্সঅ্যাপকে নিয়ে। PIB Fact check সেই সময় এই মেসেজটিকে ভিত্তিহীন বলে দাবি করেছিল এবং এই বছর পুনরায় সেই বার্তাটি ছড়ানোয়, PIB পুনরায় টুইট করে জানায় যে এই জাল বার্তাটি আবারও সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে।
এবার জানা যাক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আসলে কি কি পরিবর্তন ও সংযোজনের কথা বলেছে ভারত সরকার। The Indian Express এর রিপোর্ট অনুসারে ফেব্রুয়ারি মাসে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান রবিশঙ্কর প্রসাদ ক্রমাগত বেড়ে চলা সাইবার ক্রাইমের কথা মাথায় রেখে ভারতের জনপ্রিয় সামাজিক গণমাধ্যমকে জানায়, এই গণমাধ্যম বাব্যহারকারীর অভিযোগ নিরসন ও সম্মতিপ্রকিয়া চালু করতে হবে যার জন্য এই গণমাধ্যমগুলোকে একজন পর্যবেক্ষক নিয়োগ করতে হবে যার কাজ হবে ব্যবহারকারীর অভিযোগ গ্রহণ করার পর ঐ সংশ্লিষ্ট সাইটটি কি ব্যবস্থা নিয়েছে তা লক্ষ্য রাখা, একজন প্রধান অভিযোগ গ্রহণকারী কর্তা নিয়োগ এবং এমন একজন থাকবে যিনি সমস্ত অভিযোগপত্র গ্রহণ করবেন।
এছাড়াও বলা হয়েছিল কি কি অভিযোগ জমা পড়ছে তার একটি মাসিক রিপোর্ট ভারত সরকারের কাছে জমা দিতে এবং হোয়াট্সঅ্যাপের্ মতো মেসেজিং অ্যাপে কোন ব্যক্তি সবার আগে কোনো ভাইরাল মেসেজ পাঠিয়েছে তার খতিয়ে দেখে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি নয়া ডিজিটাল নিয়মে সব কল রেকর্ড হবে, সমস্ত সামাজিক গণমাধ্যম Facebook, WhatsApp,Instagram, Twitter এর উপর নজর রাখবে ভারত সরকার এই বার্তাটি জাল। ভারত সরকার এমন কোনো নিয়ম চালু করেনি সামাজিক গণমাধ্যমগুলোর জন্য।
The India Express- https://indianexpress.com/article/explained/intermediary-guidelines-digital-media-ethics-code-facebook-twitter-instagram-7331820/
PIB Fact check- https://twitter.com/PIBFactCheck/status/1397853535056711681 https://twitter.com/PIBFactCheck/status/1247473384293715971
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
March 1, 2025
Tanujit Das
February 28, 2025
Tanujit Das
February 26, 2025