‘ড. ইউনুস ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ব্যপক বিস্তৃতি পায়। গত ৭ই অক্টোবর থেকে চলতে থাকা ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে ইসরায়েলের পাশে দাড়াতে ড. মুহাম্মদ ইউনুস দেশটিকে ১০০ কোটি টাকা পরিমান সহায়তা দিয়েছেন বলে ভাইরাল ভিড.িও ও পোস্টগুলোতে উল্লেখ করা হচ্ছে। উৎস হিসেবে গ্রামীন আমেরিকাকে উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে আমেরিকান প্রতিষ্ঠান গ্রামিন আমেরিকা ইসরায়েলকে এই সহায়তা দিয়েছে, আর গ্রামীন আমেরিকার কো-চেয়ার হলেন ড. মুহাম্মদ ইউনুস। ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
গুগল কি-ওয়ার্ড. সার্চ এর সাহায্যে অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন কোন তথ্য প্রমাণ খুজে পাই নি। প্রতিবেদন মতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রামিন আমেরিকাকে উল্লেখ করে এক অরেস রিলিজে ইসরায়েলকে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলের পক্ষ থেকে এমন কোন বিবৃতির তথ্য প্রমাণ পাওয়া যায় নি। Ministry of Foreign Affairs-Israel.
অনুসন্ধানে দেখা যায় ড. ইউনুসের প্রতিষ্ঠান গ্রামিন আমেরিকার ইসরায়েলকে ১ কোটি ড.লারের সহায়তার বিষয়টি নিয়ে সর্ব প্রথম ১৩ই অক্টোবর বাংলা ইনসাইড.ার নামক একটি অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে তা আরো কিছু অনলাইন পোর্টালে (উপরে নির্দেশিত) দেখতে পাওয়া যায়। ১৩ই অক্টোবরের পর অন্যান্য সকল প্রতিবেদন বাংলা ইনসাইড.ার এর প্রতিবেদনের অনুরুপ। এছাড়াও টিকটকে ভাইরাল হওয়া ভিড.িওগুলোতে একই শিরোনাম ও টেক্সট সম্বলিত একটি পত্রিকার অংশবিশেষ উল্লেখ করতে দেখা যায়। পত্রিকার বাই-লাইনে ‘মঞ্চ ড.েস্ক’ লিখাটি রয়েছে। কি-ওয়ার্ড. সার্চ করে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ নামে একটি পত্রিকার সন্ধান পাওয়া গেলেও এই প্রতিবেদনের কোন অনলাইন ভার্সন পাওয়া যায় নি। এমনকি ‘গ্রামিন আমেরিকা’র ওয়েবসাইটেও এমন কোন তথ্য পাওয়া যায় নি।
Conclusion
সুতরাং, ড. ইউনুসের প্রতিষ্ঠান গ্রামিন আমেরিকা ইসরায়েলকে ১০০ কোটি টাকার মানবিক সহায়তার দাবিটি মিথ্যা।
Sources
Ministry of Foreign Affairs-Israel, ‘গ্রামিন আমেরিকা,
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z