ফেসবুকে দুর্গাপুজো উপলক্ষে ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে বলা হয়েছে নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া হয়েছে নামাজের সময়সূচি। পোস্টে দেখা যাচ্ছে দুর্গাপুজো প্যান্ডেলের বাঁশের গায়ে একটি তালিকার মধ্যে ফজরের নামাজ, এশার সময় নির্দেশ দেওয়া হয়েছে এবং নিচে লেখা রয়েছে পুজো কর্তৃপক্ষের নাম – উত্তরা সার্বজনীন পূজা কমিটি ।

কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা দেখি ফেসবুকে এই পোস্টটি বেশ ভাইরাল হয়েছে।



Fact-check / Verification
সম্প্রতি বাংলাদেশের রংপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামে দুর্গাপ্রতিমা ও মণ্ডপের উপর হামলা চালিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে মন্ডপ, প্রতিমার মুখ, হাত। ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশ। শুধু দুর্গাপুজো মণ্ডপ নয়, হামলা চালানো হয়েছে বাংলাদেশের ইস্কন মন্দিরের উপরেও। বাংলাদেশ ও ভারত থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছে ইস্কনের মতো শান্তিপূর্ণ ধর্ম স্থানে সাম্প্রদায়িক উৎপাত চালানোর জন্য। আর সেই আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে এই পোস্টটি যেখানে বলা হয়েছে নামাজের সময় ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি।
নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি দেওয়া প্যান্ডেলটি বাংলাদেশের উত্তরার। ভাইরাল পোস্টে উত্তরা সার্বজনীন পূজা কমিটি এই লেখাটি দেখে গুগলে খোঁজার পর আমরা উত্তরা পুজো কমিটির ওয়েবসাইট পাই যেখানে ঠিকানায় আমরা ঢাকার নাম পাই।

নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি আসলে ছবিটি বাংলাদেশের
নামাজের সময়সূচির তালিকাটি আসলে কোন বছরের জানার জন্য আমরা গুগল, ও ফেসবুকে খোঁজ শুরু করি। এই পর্যায়ে আমরা ফেসবুক থেকে উত্তরা টিভি ও ঠাকুরগাঁওয়ের পুজো নামের ফেসবুক পেজ থেকে এই বছরের উত্তরা দুর্গাপুজোর ভিডিও পাই। ভিডিওটিকে ভালো করে খেয়াল করলে নামাজের সময়সূচির তালিকা দেখা যাবে। মূল মণ্ডপের দুই ধারে দেওয়া হয়েছে নামাজের সময়সূচির তালিকা।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে বাংলাদেশের, পশ্চিমবঙ্গের নয়।
Result- Misleading
Our sources
উত্তরা সার্বজনীন পুজো কমিটি https://uttarasarbojaninpujacommittee.com/index.php
Facebook video https://www.facebook.com/Thakurgaonpuja/videos/147012657642896/
https://www.facebook.com/uttaratelevision/videos/360302872498916/
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।