Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
সংসদে কৃষিবিলপাস হওয়ার পর থেকে কেন্দ্র সরকারের সাথে বিরোধীপক্ষের সম্পর্কের মধ্যে তিক্ততা চরমে পৌঁছেছে। বিরোধীদের দাবি কৃষিবিলে নতুন যে সংযোজন ও সংস্কার করা হয়েছে তা চাষীদের আরো দুরাবস্থার মধ্যে ঠেলে দেবে। ভারতের জিডিপি এমনিতেই তলানিতে, আর কৃষি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে কৃষকদের অবস্থার উন্নতি বা সবজির সঠিক দাম নির্ধারণ কোনটিই সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয়রূপে গণ্য হয়নি। এই অবস্থায় সংবাদমাধ্যম, বিরোধী এবং সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে। আর বাংলার আলুচাষীদের ভোগান্তির তো কোনো শেষ নেই। ফেসবুকে সম্প্রতি বাংলার আলুচাষীদের নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লরি থেকে বস্তা বস্তা ক্ষেতের আলু রাস্তায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দাবি করা হয়েছে প্রতি বছর বাংলার আলুচাষিদের সাথে এই হয়, চাষীদের থেকে ১-২টাকা কেজি আলু কিনে বাজারে ৩০ টাকায় বিক্রি করা হয়। এতো টাকা কোথায় যাচ্ছে, ডেরেক ও ব্রায়েনের কাছে এর কোনো জবাব আছে?
Fact check / Verification
রাস্তায় আলু ছড়িয়ে দেওয়ার ছবিটি এখনকার নয়, ২০১৭ সালের যা এখন আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর Economics Times এর খবরের লিংক পাই যেখানে এই ছবিটি ব্যবহার করা হয়েছে। Ecomonics Times এর খবর অনুসারে ২০১৭ সালে ফলন ও বাজারে আলুর চাহিদা এই দুয়ের মধ্যে ব্যবধান বেড়ে যাওয়ার ফলে বহু চাষীর মাথায় হাত পরে, এর সাথে জুড়ে যায় হিমঘরের আলু মজুত করে রাখার সমস্যা।পচনশীল হওয়ার কারণে হিমঘরে রাখার ব্যবস্থা করা হয় আলুকে, বন্ডের মদ্যিমে অগ্রিম টাকা দিয়ে মার্চ থেকে আলু মজুত শুরু হয়।
ABP Live বাংলার খবর অনুসারে মুখ্যমন্ত্রী এই দুরাবস্থার সময় আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন। মিডডে মিলের জন্য যে আলুর প্রয়োজন হয় তা সরাসরি চাষীদের থেকে কেনা হবে তিনি জানান।
এই বছর বাদল অধিবেশনে কৃষি সংক্রান্ত বিলের যে সংশোধন করা হয়েছে তাতে বেজায় চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চাষীদের ন্যায্যমূল্য পাইয়ে দেওয়ার লক্ষে সুফলবাংলার স্টল নির্মিত হয়েছে যেখানে ২৫টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু, কিন্তু খোলা বাজারে তারই দর ৪০. আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ীযদিও এই নিয়ে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের মধ্যে মধ্যে গুঞ্জন শোনা গেছে যে সংকটকালে হিমঘরে ৪২ হাজার টন আলু মজুত রয়েছে তা কবে বিক্রি করবে রাজ্য সরকার। নবান্নে মজুত অতিরিক্ত আলু বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও সরকারের তোরো থেকে কোনো নির্দেশ এখনো পাওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন।
Conclusion
সোশ্যাল মিডিয়া পোস্টে রাস্তায় আলু ছড়িয়ে দেওয়ার যে ছবি ও দাবিটি ভাইরাল হয়েছে তা যথেষ্ট বিভ্রান্তিকর। ২০১৭ সালের ছবি বর্তমানে ভাইরাল হচ্ছে কৃষি বিলের আবহে। ২০১৭ সালে হিমঘরে আলু মজুত করার নিয়ে বিপাকে পড়া চাষীরা রাস্তায় আলু ফেলে দেয়।
Result – Misleading
Our sources
আনন্দবাজার পত্রিকা – https://www.anandabazar.com/state/why-state-government-is-not-releasing-their-stored-potato-1.1204338
ABP Live Bangla – https://bengali.abplive.com/news/states/bengal-to-buy-potato-directly-from-farmers-provide-subsidy-316391
আজকাল – https://aajkaal.in/news/state/state-story-exy7
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.