Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
আরজেডি পেয়েছে ১.৮ কোটি ভোট কিন্তু মাত্র ২৫টি আসন। অন্যদিকে বিজেপি ৯৬ লক্ষ এবং জেডিইউ ৯০ লক্ষ ভোট পেয়েও যথাক্রমে ৯১ ও ৮৩টি আসন জিতেছে। এটাই ভোট চুরি।
ভাইরাল পোস্টে দেওয়া ভোটের সংখ্যা ভুল, এবং সেখান থেকে টানা সিদ্ধান্তও বিভ্রান্তিকর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী: আরজেডি ভোট পেয়েছে ২৩%, বিজেপি পেয়েছে ২০.০৮%, জেডিইউ পেয়েছে ১৯.২৫%। অর্থাৎ, আরজেডি একক দল হিসেবে এগিয়ে, কিন্তু বিজেপি–জেডিইউ জোট হিসেবে মোট বেশি ভোট পেয়েছে।
সদ্য-সমাপ্ত বিহার বিধানসভা ভোটে (Bihar Election 2025), বিরোধী আরজেডি-কংগ্রেস-বামেদের জোটকে হারিয়ে, নিরঙ্কুশ সংখ্যারগরিষ্ঠতা পেয়েছে বিজেপি-জেডিইউ-এলজেপি-র এনডিএ। এরপর, একদিকে যখন জয়ের আনন্দে ভাসছে বিজয়ীরা। তখন তাঁদের জয়কে ‘ভোট চুরি’ বলে দাবি করছে বিরোধী শিবির।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাবি করা হচ্ছে যে, আরজেডি ১ কোটি ৮০ লক্ষ ভোট পেয়েও ২৫টি আসন জিতছে। অন্যদিকে বিজেপি ৯৬ লক্ষ এবং জেডিইউ ৯০ লক্ষ ভোট পেয়ে যথাক্রমে ৯১ ও ৮৩চি করে সিট জিতেছে। অর্থাৎ আরজেডি-র তুলনায় কম পরিমাণ ভোট পেয়েও বিজেপি ও জেডিইউ বেশি সিট জিতেছে। কারণ তারা ‘ভোট চুরি’ করেছে।
এই দাবিতে লেখা হয়েছে, “RJD- 1.8 কোটি ভোট – 25 সিট BJP – 96লাখ ভোট – 91সিট JDU- 90 লাখ ভোট – 83 সিট “এটাকে জিত বলে না এটা চুরি””।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্য থেকে জানা যায় যে, আরজেডি-কে ভোট দিয়েছে ২৩ শতাংশ মানুষ। বিজেপি ও জেডিইউ-কে যথাক্রমে ২০.০৮ শতাংশ ও ১৯.২৫ শতাংশ। অর্থাৎ ভোট শতাংশে আরজেডি অবশ্যই বাকি দুজনের থেকে এগিয়ে।

কমিশনের তথ্য অনুযায়ী, ভোটের সংখ্যার হিসেবে আরজেডি একক ভাবে পেয়েছে- ১ কোটি ১৫ লক্ষের বেশি মানুষের ভোট। বিজেপি ও জেডিইউ যথাক্রমে আনুমানিক ১ কোটি ৮১ হাজার এবং আনুমানিক ৯৬ লক্ষ ভোট ভোট পেয়েছে। যেহেতু বিজেপি এবং আরজেডি জোট করে বিহারের বিধানসভা ভোট লড়েছে, তাই তাদের সম্মিলিত ভোট হয়- ১ কোটি ৯৬ লক্ষের মতো। যা আরজেডি-র একক ভোটের তুলনায় বেশি।



পাশাপাশি, বিহার বিধানসভা ভোটে (Bihar Election 2025), আরজেডি একক ভাবে ১৪৩টি আসনে লড়াই করেছে। বিজেপি এবং জেডিইউ উভয়ই ১০১টি করে আসনে লড়াই করেছে। সেক্ষেত্রে তাঁদের তুলনায় ৪২টি আসনে বেশি প্রার্থী দিয়েছে আরজেডি।
এখান থেকে স্পষ্ট যে, বিহার বিধানসভা ভোটে বিজেপি এবং আরজেডি-র ভোট পাওয়া সংক্রান্ত ভাইরাল তথ্যটি সঠিক নয়। এছাড়া, আরজেডি বেশি ভোট পেলেও, ‘ভোট চুরি’র কারণে বিজেপি-জেডিইউ জিতেছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবিটি প্রচার করা হচ্ছে, সেই দাবিটি বিভ্রান্তিকর। কারণ আরজেডি বাকি দুটো দলের তুলনায় একক ভাবে বেশি আসনে লড়াইও করেছে।
FAQs
১. আরজেডি কি বেশি ভোট পেয়েছে?
হ্যাঁ, তিন দলের মধ্যে আরজেডি এককভাবে সর্বোচ্চ ভোট পেয়েছে।
২. তাহলে বিজেপি–জেডিইউ কীভাবে জিতল?
জোট হিসেবে বিজেপি–জেডিইউ-র মোট ভোট আরজেডির তুলনায় বেশি, এবং তারা লড়া আসনগুলিতে ভালো ফল করেছে।
৩. ভাইরাল দাবি অনুযায়ী দেওয়া ভোট সংখ্যা কি সঠিক?
না। ভাইরাল পোস্টে দেওয়া সংখ্যাগুলো ভুল।
৪. বেশি ভোট পেলে কম আসন পাওয়া কি স্বাভাবিক?
হ্যাঁ। FPTP পদ্ধতিতে ভোটের পরিমাণ নয়, আসনভিত্তিক জয় নির্ধারণ করে সরকার।
৫. এই ঘটনায় ‘ভোট চুরি’র কোনও প্রমাণ আছে কি?
না। কোনও প্রমাণ নেই। দাবি সম্পূর্ণ রাজনৈতিক প্রচারভিত্তিক ও বিভ্রান্তিকর।
Sources
Information by Election Commission of India
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025