Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ ‘ভোট চুরি’র প্রতিবাদে জেন জি-র বিক্ষোভের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মশাল মিছিল, অন্যটিতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর।
এই দুটি ভিডিওর কোনোটিই বিহারের নয়। প্রথম ভিডিওটি রাজস্থানের জয়পুরে ধারণ করা মশাল মিছিলের দৃশ্য। দ্বিতীয়টি নেপালের চিটওয়ানে সংঘটিত জেন জি বিক্ষোভের পুরনো ফুটেজ।
সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Election 2025) ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রচিবাদে বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক ভিডিয়ো। যার প্রথমটিতে, বহু মানুষকে মশাল হাতে মিছিল করতে দেখা যাচ্ছে।

দ্বিতীয়টিতে, বিক্ষুব্ধ জনতাকে ভাঙচুর করতে দেখা যাচ্ছে।

প্রথম ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় YouTube ও Instagram ভিডিয়োটি আপলোড করা হয়েছিল এবং রাজস্থানের পরিচিত রাজনৈতিক মুখ নরেশ মীনার সমর্থকদের মশাল মিছিল বলে দাবি করা হয়েছিল।
এরপর, Google Maps Street View-এর সাহায্যে নিয়ে, ভিডিয়োতে দেখতে পাওয়া কমলা টাওয়ার এবং লেন্সকার্ট স্টোরটি চিহ্নিত করা হয়। যেটা রাজস্থানের জয়পুরের গোপালপুরা বাইপাস রোডে অবস্থিত।

এছাড়া নরেশ মীনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও, ২৫ সেপ্টেম্বর, একই ধরনের একটি মশাল মিছিলের ভিডিয়ো দেখতে পাওয়া যায়।
দ্বিতীয় ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে যে ফলকটি দেখতে পাওয়া যায়, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, তাতে লেখা রয়েছে, চিটওয়ান ডিসট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস। যা নেপালে অবস্থিত।

এরপর, Google Maps-তে চিটওয়ান ডিসট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস সার্চ করলে যে বিল্ডিংটি দেখতে পাওয়া যায়, তার সঙ্গে ভাইরাল ভিডিয়োর বিল্ডিংয়ের হুবহু মিল পাওয়া যায়।

তদন্তে দেখা যায়, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, নেপালের চিটওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে ছবি প্রকাশিত হয়েছিল, তার সঙ্গে ভাইরাল ভিডিয়োর বিল্ডিংয়ের সাদৃশ্য রয়েছে।

এছাড়া, একই তারিখ টিকটক অ্যাকাউন্টেও একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল।

নেপালের প্রখ্যাত সংবাদমাধ্যম The Kathmandu Post– এর রিপোর্ট থেকে জানা যায়, ৯ সেপ্টেম্বর, নেপাল সংগঠিত জেন জি আন্দোলনের সময় চিটওয়ান ডিসট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস ভাঙচুর করা হয়েছিল।

এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়ো দুটোর কোনটাই বিহারের নয়। প্রথমটি রাজস্থানের এবং দ্বিতীয়টি নেপালের।
FAQ
১. ভাইরাল দুটি ভিডিও কি বিহারের জেন জি বিক্ষোভের?
না, কোনও ভিডিওই বিহারের নয়।
২. প্রথম ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছিল?
রাজস্থানের জয়পুরের গোপালপুরা বাইপাস রোডে, নরেশ মীনার সমর্থকদের মশাল মিছিলে।
৩. দ্বিতীয় ভিডিওটি কোথায় ধারণ করা হয়?
নেপালের চিটওয়ান ডিসট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসের সামনে।
৪. ভিডিওগুলো কীভাবে ভুয়ো দাবির সঙ্গে জুড়ে দেওয়া হলো?
রাজস্থান ও নেপালের পুরনো ভিডিও নতুন ক্যাপশন দিয়ে বিহারের নির্বাচনী বিক্ষোভ বলে প্রচার করা হয়েছে।
৫. তদন্তে ভিডিওগুলোর সত্যতা কীভাবে প্রমাণ হলো?
রিভার্স ইমেজ সার্চ, Google Maps লোকেশন যাচাই, স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট এবং আগের সোশ্যাল মিডিয়া পোস্ট—সবগুলো মিলিয়ে ভিডিওর প্রকৃত উৎস নিশ্চিত হয়েছে।
Sources
Google Maps Street View
Google Maps
Report by The Kathmandu Post
Tanujit Das
December 3, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025