শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact Checkকানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন কৃষি বিলের বিরোধিতা করেছেন? পাঁচ বছরের...

কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন কৃষি বিলের বিরোধিতা করেছেন? পাঁচ বছরের পুরোনো ছবি ভাইরাল হলো কৃষি আন্দোলনের আবহে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে শিখ সম্প্রদায়ের মানুষদের সাথে দেখা যাচ্ছে। ছবিটি শহরে করে দাবি করা হয়েছে  ভারতে যখন বিজেপি প্রণয়ন করা নতুন কৃষি বিলের বিরোধিতা করছে সারা দেশের মানুষ সুদূর কানাডাতে বসে প্রধানমন্ত্রী ট্রুডো এই বিলের বিরোধিতায় শিখদের সাথে যোগদান করে এই বিলের প্রতি নিজের বিরোধিতা প্রকাশ করেছেন। 

Fact check / Verification 

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যে ছবিটি ছড়িয়েছে ফেসবুকে সেই ছবিটির সাথে বর্তনামের কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।  প্রকৃত ছবিটি তোলা হয়েছিল ২০১৫ সালে। কানাডার মন্ত্রী সভায় ভিন্ন ধর্মের মানুষরা মন্ত্রিত্ব পদ সামলাচ্ছেন এবং ওখানে প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানো হয়। ২০১৫ সালে দীপাবলি উপলক্ষ্যে কানাডার মন্দির ও গুরুদ্বারগুলোতে ভ্রমণ করেন। অটোয়া শিখ সোসাইটি গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের মানুষদের সাথে তোলা ছবিই বর্তমানে ভাইরাল হয়েছে ফেসবুকে এবং বলা হচ্ছে যে জাস্টিনও  ভারতের কৃষিবিলের প্রতি বিরোধিতা জানিয়েন।  Hindustan Times, Business Line, Finacial Express এর প্রকাশিত রিপোর্টে আমরা এই ছবি ও মন্দির, গুরুদ্বারে ওনার যাওয়ার কথা জানতে পারি।

ট্রুডোর একটি ভিডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে তিনি ভারতের কৃষকদের সমস্যা ও সরকারের প্রণয়ন করা কৃষি বিলের প্রতি আশঙ্কা জানিয়েছেন। 

Conclusion 

ভারতের কৃষি বিল ও ভারতীয় কৃষদের আশঙ্কাজনক অবস্থা জানিয়ে একটি ভিডিও রেকর্ড করেছন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি ভাইরাল হয়েছে জাস্টিন ট্রুডোর সেই ছবিটি ২০১৫ সালের দীপাবলির। 

Result – Misplaced context

Our sources

Hindustan Times –https://www.hindustantimes.com/punjab/canadian-pm-justin-trudeau-visits-temple-gurdwara-on-diwali/story-NaybSNITxt33rWUkrYcPyO.html

Business Line- https://www.thehindubusinessline.com/news/diwali-is-a-global-festival-says-canada-pm/article7868872.ece

Financial Express – https://www.financialexpress.com/india-news/diwali-2015-in-a-first-canadian-pm-justin-trudeau-celebrates-festival-in-ottawa/164585/

Business Standard – https://youtu.be/y0h48p7JspA

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular