Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বিহারের বিজেপি প্রার্থী তথা লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরের হয়ে ভোট প্রচারে যোগ দিলেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাকড়।

ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে, ২০২৫ সালের ১২ অক্টোবর, Dainik Bhaskar-এর ফেসবুক পেজে একই ধরনের ছবি পোস্ট করা হয়েছিল।

যদিও সেই ছবিগুলোতে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালকে, হলুদ রঙের পাঞ্জাবি পরে, মৈথিলী ঠাকুরের পাশে এবং আরও একজন বিজেপি নেতাকে চকলেট রঙের জ্যাকেট পরে, মৈথিলী ঠাকুরের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নীচে ভাইরাল ছবির সঙ্গে পোস্ট করা ছবির পার্থক্যগুলো দেখা যায়।

The Hindu-র ওয়েবসাইটে প্রকাশিত একই ছবি থেকে জানা যায়, সেটি মৈথিলী ঠাকুরের বিজেপিে যোগদানের ছবি।

বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের ফেসবুকেও একই ছবি আপলোড করা হয়। সেখানে তাঁকে হলুদ রঙের পাঞ্জাবি পরে, মৈথিলী ঠাকুরের পাশে এবং আরও একজন বিজেপি নেতাকে চকলেট রঙের জ্যাকেট পরে, মৈথিলী ঠাকুরের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তদন্তের সময় জানা যায় যে, চকলেট রঙের জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি হলেন বিজেপি নেতা অমিত প্রকাশ বাবলু। Newschecker-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান, “হলুদ পাঞ্জাবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি বিজেপি রাজ্য সভাপতি এবং পিছনে আমি দাঁড়িয়ে ছিলাম।”
এখন বোঝাই যাচ্ছে যে, ভাইরাল ছবিটি সম্পাদিত। বিহারের বিজেপি প্রার্থী তথা লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরের পিছনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাকড় নয়। বরং অন্য এক বিজেপি নেতা।
Sources
Image posted by Dainik bhaskar fb account on 14th Oct 2025
Article Published by the Hindu on 14th Oct 2025
Facebook post by Dilip Jaiswal on 14th Oct 2025
Video streamed by ANI on 14th Oct 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025