Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ছবিতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)।
প্রথম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ২০১৮ সালে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন একই ধরনের ছবি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, রাহুল গান্ধীর সঙ্গে যে মহিলাকে ছবিতে দেখা যাচ্ছে তিনি হলেন, রায়বেরেলির একমাত্র কংগ্রেস বিধায়ক অদিতি সিং। একই তথ্য-সহ প্রতিবেদনগুলো দেখা যাবে এখানে , এখানে , এখানে, এখানে , এখানে এবং এখানে
এছাড়া, আমরা ভাইরাল ছবিটিকে ফেক ইমেজ ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হলে দেখা যায় যে, সেটি কম্পিউটার-জেনারেটেড বা ডিজিটালি পরিবর্তিত।
এরপর, দ্বিতীয় ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে, রাহুল গান্ধীর ফেসবুক পোস্টে ছবিটি রয়েছে। পোস্টটিতে তিনি তার ভারত জোড়ো যাত্রার একটি ছবি শেয়ার করেছিলেন, যা ৭ সেপ্টেম্বর, ২০২২ থেকে ৩০ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলেছিল। আমরা একটি মিডিয়া রিপোর্টও দেখতে পাই, সেখানে ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছিল, “১৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে, কেরলের আলাপ্পুঝায় ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী একজন মহিলা সমর্থককে আলিঙ্গন করছেন।”
একইভাবে, এই ভাইরাল ছবিটি ফেক ইমেজ ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় যে, সেটাও কম্পিউটার দ্বারা পরিবর্তিত।
অর্থাৎ এখন জলের মতো স্পষ্ট যে, রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) ভাইরাল ছবিগুলো সম্পাদিত বা এডিটেড।
Runjay Kumar
July 10, 2025
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 28, 2025