২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা এবং সেই আবহে ফেসবুকে দাবি করা হচ্ছে এই বছরের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে আব্বাস সিদ্দিকী সম্পর্কে রচনা এসেছে। দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ১১ দাগের প্রশ্নে ‘কমবেশি ৪০০ শব্দের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর’ এবং এখানে যে বিষয় গুলো রয়েছে তার মধ্যে ‘আব্বাস সিদ্দিকী ভাইজানের জীবনীমূলক রচনা’ কথাটি লেখা রয়েছে।


Fact check / Verification
এই বছরের মাধ্যমিক বাংলা পরীক্ষায় আব্বাস সিদ্দিকী সম্পর্কে রচনা এসেছে এই দাবি সমেত যে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে তা সম্পদিত।
প্রথমে আমরা জানার চেষ্টা করি এই বছরের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র কেমন ছিল এবং সেখানে কি কি প্রশ্ন এসেছিলো। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর exambangla.com ২০২৩ সালের মাধ্যমিকে বাংলার প্রশ্নপত্র পাই।
এখানে ১১ দাগের প্রশ্নে ৪০০ শব্দের মধ্যে রচনা লিখতে বলা হয়েছে যেখানে বিষয় রয়েছে – বর্তমান ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাংলার ঋতু বৈচিত্র, একটি পথের আত্মকথা’। এখানে কোথাও “আব্বাস সিদ্দিকী ভাইজানের” জীবনীমূলক কোনো বিষয় নেই। এমনকি আমরা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য দেওয়া প্রশ্নও যাচাই করি। এই বছর বহিরাগতদের জন্য যেখানে প্রশ্ন রয়েছে যে -’এর মধ্যে তপন কোথা বা ‘নদেরচাঁদ স্তম্ভিত হইয়া গেলো’, কিন্তু যে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে ফেসবুকে তাতে এই প্রশ্ন নেই।
এছাড়াও আমরা এই বছরের এক মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করি। নাকতলা হাই স্কুলের ছাত্রটি আমাদের এই বছরের বাংলা পরীক্ষার প্রশ্নটি পাঠায়। তুলনা করে দেখেছি ভাইরাল প্রশ্নটির সাথে আসল প্রশ্নটির মিল নেই।

এরপর আমরা ২০২২ সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র খুঁজি। এখানে ১১ দাগ ও ১২ দাগের প্রশ্নের সাথে ভাইরাল প্রশ্নপত্রের মিল খুঁজে পেলেও আব্বাস সিদ্দিকীকে নিয়ে কোনো প্রশ্ন পাইনি। অর্থাৎ এই প্রশ্নটিকে আলাদা ভাবে যুক্ত করা হয়েছে। ভাইরাল প্রশ্নপত্রটি সম্পাদিত।


এছাড়াও আরেকটি উল্লেখ্য বিষয় মাধ্যমিকের পুরো প্রশ্নপত্র কালো রঙের কালিতে ছাপা রয়েছে কিন্তু ভাইরাল ছবিতে শুধু মাত্র আব্বাস সিদ্দিকীর জীবনীমূলক প্রশ্নটি লাল কালিতে রয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এই বছরের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে আব্বাস সিদ্দিকী সম্পর্কে রচনা এসেছে এই ভাইরাল দাবি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল প্রশ্নপত্রের ছবিটি সম্পাদিত।
Result – Altered Image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।