বাংলাদেশের নারায়ণগঞ্জে সম্প্রতি পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে ৪ঠা সেপ্টেম্বরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ফেসবুকের একটি পেজ থেকে দাবি করা হয়েছে যে বায়তুস মসজিদের ভেতর বোমা বাধার কাজ চলছিল, সেখান থেকেই ঘটেছে এই বিস্ফোরণ।আমি হিন্দুত্ববাদী দেবরাজ নামের একটি ফেসবুক পেজ থেকে এই বিস্ফোরণের তিনটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে – #জয়_শ্রী_রাম_বন্ধুরা আমি আগেই বলেছি মসজিদ হচ্ছে জঙ্গি তৈরির কারখানায় তার প্রমাণ আজ সবার চোখের সামনে দেখা যাচ্ছে বাট আপনারা তখন তো শোনেননি শেষ মেষ দেখুন এই #চটি_চাটা_আগল_কাটার_বাচ্চা দের কি অবস্থা হল এর জন্য মসজিদ এর ভিতরে বোমা তৈরি করতে গিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের মসজিদে বোমা বিষফোড়ন আজ রাত পৌনে 9 টার ঘটনা।

Fact check / Verification
নারায়ণগঞ্জে বায়তুস মসজিদে বোমা বাঁধতে গিয়ে নয়, গ্যাস পাইপ লাইনে ছিদ্র থাকার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। বাংলদেশের রাজধানী ঢাকার কাছে নারায়ণগঞ্জে একটি মসজিদ, বায়তুস সালাত মসজিদের মাটির নিচ দিয়ে গ্যাসের লাইন করা হয়েছে। সেই লাইনে ছোট ছিদ্র ধীরে ধীরে বড়ো হয় এবং এই বিস্ফোরণ ঘটে বলে এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে।

BBC বাংলা, প্রথম আলো, The New York Times, AlJaeera, Hindustan Times, Dhaka Tribune এর রিপোর্ট অনুযায়ী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাসের পাইপ লাইন ওই মসজিদের আশপাশ দিয়ে গেছে।প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছিলো যে ঐ গ্যাসের লাইনে লিকেজ থাকার কারণে মসজিদের ভেতর গ্যাস ভরতে থাকে এবং বিদ্যুতের সংস্পর্শে আসার ফলে ঘটে এই মর্মান্তিক বিস্ফোরণ। মসজিদের ভেতরে থাকা এসিও ফেটে যাওয়ার ফলে বিস্ফোরণ আরো জোরালো হয়। ৪ঠা সেপ্টরেম্বরে রাত আটটার পরে এশার নামাজ পড়ার জন্য জমায়েত হয়। ঐ সময় বায়তুস মসজিদে ৩৭ জনের উপস্থিতি ছিল , যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি ও আরো ২৭জননের প্রাণ চলে গেছে এবং বাকি যারা বেঁচে আছেন তাদেরও অবস্থা বেশ সঙ্গিন বলে জানিয়েছেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন।


Conclusion
বাংলাদেশের নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণ নিয়ে ফেসবুকে দাবি করা হয়েছে মসজিদের ভেতর বোমা তৈরী করতে গিয়ে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়েছে – এই দাবিটি সম্পূর্ণ ভুল। বায়তুস মসজিদের নিচ দিয়ে গ্যাস পাইপ লাইনে ছিদ্র থাকার কারণে ওই গ্যাস মসজিদের ভেতর ভরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
Result – False claim
Our sources
BBC বাংলা – https://www.bbc.com/bengali/news-54039026
The New York Times –https://www.nytimes.com/2020/09/05/world/asia/bangladesh-mosque-explosion.html
Hindustan Times –https://www.hindustantimes.com/world-news/death-toll-from-gas-explosion-in-bangladesh-mosque-rises-to-21/story-AMX1fzjqMeTja5vlKWSajP.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।