সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeAI/DeepfakeFact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল AI দ্বারা নির্মিত ঘূর্ণিঝড় রেমালের ছবি

Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল AI দ্বারা নির্মিত ঘূর্ণিঝড় রেমালের ছবি

Claim

ঘূর্ণিঝড় রেমালের দাপটে সব হারিয়ে নিজের শিশুকে আঁকড়ে ধরে রয়েছেন একজন নিরাশ্রয় মা। এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “পৃথিবীর বুকে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। গত  কালকের ছবি চরফ্যাসন বরিশাল। #মা এমন দৃশ্য দেখলে হৃদয়টা কেঁপে উঠে।” ঘূর্ণিঝড় রেমালের আবহে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি খুব ভাইরাল হয়েছে। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে, ১৭ এপ্রিল সেটা একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করা হয়েছিল এবং ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছিল। সুতরাং এর থেকে স্পষ্ট যে, ঘূর্ণিঝড়ের সঙ্গে ছবিটার কোনও সম্পর্ক নেই।

এরপর  HIVE অ্যাপ্লিকেশন সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে, ভাইরাল ছবিটি আসল নয়। বরং সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। 

Result: False

Source
Newschecker’s own investigation

Most Popular