মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশে উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভাঙা দুর্গামূর্তির পুরনো ছবি

Fact Check: বাংলাদেশে উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভাঙা দুর্গামূর্তির পুরনো ছবি

Claim

শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পর, উত্তপ্ত বাংলাদেশে হিন্দুদের উপর একের পর এক হামলা।  চট্টগ্রামে মন্দির ভাঙচুর করা হয়েছে। 

Fact

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ৩১ জানুয়ারি Bangladesh Darpan নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত, মন্দির ভাঙা সংক্রান্ত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল।

 এরপর আরও খুঁজলে দেখা যায় যে, ২০২১ সালের ১৪ অক্টোবর, @AnjayBose নামের একটি এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে, দুর্গাপুজোর সময় বাংলাদেশের একটি প্যান্ডেলে হামলা চলেছিল।

এতএব এখন এটা প্রমাণিত যে, ভাঙা দুর্গামূর্তির ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক কোনও ঘটনার নয়। বরং ২০২১ সাল থেকে সেটা ইন্টারনেটে রয়েছে।   

Result: Missing Context

Sources
News Checker’s own investigation
Report by Bangladesh Darpan

Most Popular