শনিবার, জুন 29, 2024
শনিবার, জুন 29, 2024

HomeFact CheckFact Check: ‘শিশু চুরি’ গুজবের আবহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি-সহ ছড়ালো পুরোন...

Fact Check: ‘শিশু চুরি’ গুজবের আবহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি-সহ ছড়ালো পুরোন নাট্য় রূপান্তরের অংশ বিশেষ

Claim

রাজ্যের বিভিন্ন জায়গায় শিশু চুরির ঘটনা বেড়ে গিয়েছে। বাচ্চাদের অপহরণ করে নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এবং শরীরের অংশ কেটে দেওয়া হচ্ছে। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে একই ধরনের, কিন্তু আরও বড় দৈর্ঘের একটি ভিডিয়ো আমাদের নজরে পড়ে। ২০২২ সালের ৩০ জুন যেটা ফেসবুকে পোস্ট করেছিলেন Gafoor Ibrahim নামের এক ব্যক্তি। পোস্টে লেখা ছিল, “একটি গ্রুপ যারা স্কুল পড়ুয়াদের অপহরণ করে এবং বিক্রি করে দেয়।”

সেই ভিডিয়োটির ৩০ সেকেন্ডে সময়ে হিন্দি ও ইংরেজি ভাষায় একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দেখতে পাওয়া যায়। যেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল যে ভিডিয়োতে দেখানো ঘটনাটি সত্য়ি নয়। 

এরপর ১ মিনিট ২০ সেকেন্ড সময়ে স্ক্রিনে আরও একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দেখতে পাওয়া যায়। যাতে লেখা ছিল, “ভিডিয়োটি পুরোটাই সাজানো, যা ঘটছে সবটাই নাটক, সচেতনতা প্রচারের জন্য ভিডিয়োটি তৈরি করা হয়েছে। কারও ভাবাবেগে আঘাত করা এই ভিডিয়োর উদ্দেশ্য নয়। সত্য়ি ঘটনার সঙ্গে এই ভিডিয়োর কোনও মিলি নেই।”

Conclusion

যে ভিডিয়োটি থেকে ভাইরাল দাবির ছবিগুলো নেওয়া হয়েছিল, সেটা কে বা কারা তৈরি করেছিল আমরা জানতে পারিনি। তবে এটা নিশ্চিত যে দাবিটি সত্যি নয়।  

Result: Missing Context

Sources
Facebook video Gafoor Ibrahim on 30th June, 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular