Authors
Claim: মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন ইস্কনের (ISKCON) সন্ন্য়াসী।
Fact: ভাইরাল ক্লিপিংসটি এবং দাবি, পুরোটাই ভুয়ো।
রাষ্ট্রবিরোধিতার ভুয়ো অভিযোগ ইস্কনের (ISKCON) সন্ন্য়াসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পুলিশ ও সংখ্য়াগুরুদের একাংশের বিরুদ্ধে, ওপাড়ের হিন্দুদের উপর অকথ্য় অত্য়াচারের অভিযোগ উঠেছে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ।
এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়াচ্ছে ইস্কন (ISKCON) বিরোধী নানান পোস্ট, ছবি ও ভিডিয়ো। যেমন একটি ক্লিপিংসে দেখা যাচ্ছে যে, একজন মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন একজন বয়স্ক ব্য়ক্তি। একই সঙ্গে ওই ক্লিপিংসে গালে হাত দিয়ে বসে থাকা একজন সন্ন্য়াসীর ছবিও রয়েছে। ক্লিপিংসটি ফেসবুকে পোস্ট করে একাংশের ব্য়বহারকারী দাবি করেছেন যে, ওই ব্য়ক্তি ইস্কনের একজন সন্ন্য়াসী। লেখা হয়েছে, “ইসকন ধর্ম, গুরুদের ধর্মচর্চা! ইতকনে প্রভু একটু দুষ্টু ভিডিও” (পোস্টের বানানের কোনও পরিবর্তন করা হয়নি)
Fact Check/ Verification
ভাইরাল ক্লিপিংসের একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ৮ জুলাই, শ্রীলঙ্কার সংবাদমাধ্য়ম Lanka Sara ও Asian Mirror-এর ওয়েবসাইটে একই ফ্রেম ব্য়বহার করে দুটো প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে, শ্রীলঙ্কার নাওয়াগামুওয়া এলাকায়, পাল্লেগামা সুমনা থেরো নামে একজন বৌদ্ধ সন্ন্য়াসী দু’জন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন। ভিডিয়োটি সেই ঘটনার।
শ্রীলঙ্কার সরকারের তরফে ওই সময় অভিযুক্তকে গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছিল।
ক্লিপিংসে থাকা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, সেটি নির্মল সিং গুরুজি নামে এক সন্ন্য়াসীর ছবি। যিনি ২০০৭ সালের ৩১ মে প্রয়াত হয়েছেন।
Conclusion
সুতরাং এখন কোনও সন্দেহের অবকাশ নেই যে, ভাইরাল ক্লিপিংসটি এবং দাবি, পুরোটাই ভুয়ো।
[বাংলাদেশে উত্তেজনার আবহে ইস্কন (ISKCON) এবং হিন্দু সন্ন্য়াসীদের নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানান ভুয়ো দাবি ছড়াচ্ছে। এখনই সতর্ক হোন, যাচাই করুন এবং ফেক নিউজ প্রতিরোধ করুন।]
Result: False
Sources
Report by Lanka Sara
Report by Asian Mirror
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।