Authors
Claim
২০২৪ সালের ২১ অগাস্ট ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ার দৃশ্য।
Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Swaanika Creations নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো ৬ অগাস্ট পোষ্ট করা হয়েছিল। ওই ভিডিয়োটিতে এটিকে শিরসৈলম বাঁধ বলে উল্লেখ করা হয়েছিল। যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
সেই সূত্র ধরেই আমরা গুগল ম্যাপেতে শিরসৈলম বাঁধের ছবি খুঁজে বের করি।
সেই ছবির সঙ্গে ভািরাল ভিডিয়োর একাধিক মিলও আমাদের নজরে পড়ে।
এখান থেকেই নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল ছবিটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের নয়, বরং সেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত শিরসৈলম বাঁধের।
Result: False
Sources
Google Map
News Checker’s own investigation