মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeLoksabha Election 2024Fact Check: মোদির সভায় ফাঁকা চেয়ারের দৃশ্যটি নদীয়ার কল্যাণীর নয়, বরং মহারাষ্ট্রের...

Fact Check: মোদির সভায় ফাঁকা চেয়ারের দৃশ্যটি নদীয়ার কল্যাণীর নয়, বরং মহারাষ্ট্রের পুনের  

Claim

নির্বাচনী আবহে নরেন্দ্র মোদির সভার ফাঁকা দর্শকাসনের একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে কটাক্ষের সুরে লেখা হয়েছে, “নদিয়ার কল্যাণী তে মোদীর সভায় উপচে পড়া জমায়েত।মোদী মমতার সভাগুলোর জমায়েত মিডিয়া ভয়ে দেখায় না।”

Fact

ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে ৩০ এপ্রিল একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এবং ওই পোস্টে ভিডিয়োটি মোদির পুনের জনসভার বলে দাবি করা হয়েছিল।

এরপর তদন্ত করে দেখা যায় যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো ২৯ এপ্রিল পোস্ট করা হয়েছিল। তাতে প্রধানমন্ত্রীকে লাল পাগড়ি ও আকাশি কোট পরিহিত অবস্থা রয়েছেন, ঠিক যেমনটা ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া যাচ্ছে।

এরপর দুটো ভিডিয়োতে অবস্থিত এলইডি স্ক্রিন ও তাঁবুর অবস্থানের তুলনা করলে, সেটাও মিলে যায়।

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি মোদির কল্যাণীর সভার নয়, বরং সেটি মহারাষ্ট্রের পুনের সভার।

Result: False

Source
Video by PM Modi’s YouTube channel, dated April 29, 2024

Most Popular