ফেসবুকে দাবি করা হয়েছে ভারতের ক্রিকেট জগতের অন্যতম সেরা পারফর্মার সচিন তেন্ডুলকর তার পারদর্শিতা দেখানোর জন্য ভারত সরকারের তরফ থেকে ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি নাকি ভারতের কৃষদের জন্য কেন্দ্র সরকারের নতুন কৃষি বিল এবং তার বিরোধিতা করে ঠাণ্ডায় দিল্লীর বর্ডাররে বসে আন্দোলন করছে -এর প্রতিবাদে তিনি তার সব পুরস্কার ফেরত দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

Fact check / Verification
সচিন তেন্ডুলকার কৃষক আন্দোলনের জন্য তার পুরস্কার ফেরত দেবেন না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভুল খবর।
গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর এমন ধরণের কোনো খবর পাই যেখানে বলা হয়েছে সচিন ওনার সব পুরস্কার ফেরত দিয়ে কৃষদের সমর্থন জানাবেন।
ওনার অফিসিয়াল টুইটার পেজ থেকেও এই ধরণের কোনো পোস্ট আমাদের চোখে পড়েনি।

Conclusion
কৃষকদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সচিন তেন্ডুলকর ভারত সরকার প্রদত্ত পুরস্কার ফেরত দেবে না। ফেসবুকে সচিনের নামে ভাইরাল হয়েছে ভুল খবর।
Result – False
Our source
Sachin Tendulkar official Twitter handle – https://twitter.com/sachin_rt?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।