Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মুসলিমদের প্রার্থনাস্থল ভেঙে ফেলা থেকে শুরু করে সংখ্যালঘু যুবকদের মারধর করা। দোলের দিন সংখ্যালঘুদের বলপূর্বক রঙ মাফানো থেকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ। চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় যে যে দাবি ছড়ালো, সেগুলো কতটা সত্যি! এখানে জানুন…
এটা ভারতের কোনও মসজিদ ভাঙার ভিডিয়ো নয়, জানুন আসল সত্যিটা
ইন্দোনেশিয়ার বিনোদন পার্ক ভাঙার ভিডিয়োকে ভারতে মসজিদ ভাঙার ভিডিয়ো বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
গো-মাংস বিক্রির অভিযোগ! রমজান মাসে গুজরাটে মুসলিমদের ঘর ভাঙল প্রশাসন? জানুন আসল সত্যটা
ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
বাংলাদেশে নমাজ পাঠ করালেন এক মহিলা ইমাম? না, ভাইরাল ভিডিয়োটি কেরলের
ভাইরাল দাবিটি সঠিক নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
এটা সংঘর্ষে বিধ্বস্ত নাগপুরে মুসলিমদের উপর পুলিশি অত্যাচারের ভিডিয়ো নয়, আসল ঘটনাটা জানুন এখানে…
ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বর্তমানে গোষ্ঠা সংঘর্ষে বিধ্বস্ত নাগপুরের কোনও যোগ নেই। ভিডিয়োটি মধ্যপ্রদেশের এবং পুরনো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
নির্মাণকর্মীকে মারধরে অভিযুক্ত কোনও বিজেপি বিধায়ক নন, জানুন হেনস্থাকারীর আসল পরিচয়
শামসুল হুদা বিজেপির বিধায়ক নন। বরং তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটেকি ফ্রন্টের (AIUDF) বিধায়ক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর! চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বঙ্গে হিন্দুদের বিক্ষোভ? জানুন আসল ঘটনা
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং তুলসী গাবার্ডের ভারতের সফরের সঙ্গে তার কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সদ্য সমাপ্ত দোল উৎসবের দিন ঢাকায় মহিলাদের শ্লীলতাহানির দাবিতে ছড়ালো পুরনো ছবি
ভাইরাল ছবিটি পুরনো একটি ঘটনার এবং অভিযুক্তদের মধ্যে দু’জন মুসলিম রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
June 10, 2025
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 28, 2025