Cliam
ফেসবুকে ভাইরালদাবি ৮২৩ বছর পর ৫টি জুম্মাবার পড়েছে। ভাইরাল এই ভিডিওতে দাবি করা হয়েছে ডিসেম্বরে ৮২৩ বছর পর ৫টি শুক্রবার পড়েছে।

Fact
৮২৩ বছর পর এই মাসে ৫টি জুম্মা পড়েছে এই দাবিটির সত্যতা যাচাই করার সময় আমরা Timeanddate এর একটি লিংক পাই। এখানে ৮২৩ বছর পরে ৫টি জুম্মা পড়ার দাবীটিকে ভুল বলা হয়েছে।

এই বছরের ডিসেম্বরে ৫টি শুক্রবার পড়েছে এই দাবিটি ভুল। অনুসন্ধানের সময় আমরা Time.is নামের ওয়েবসাইটে ২০২২ সালের ১২মাসের ক্যালেন্ডার পাই। এইখানে দেখা যাচ্ছে এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর ও ডিসেম্বর এই চারটি মাসে ৫টি করে শুক্রবার পড়েছিল।
অর্থাৎ দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে ৮২৩ বছর পর এই মাসে ৫টি জুম্মা পড়েছে এই দাবিটি সঠিক নয়। এই বছরের এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর মাসেও ৫টি করে শুক্রবার পড়েছিল।
এর আগে এই ধরণের একটি দাবির সত্যতা আমরা যাচাই করেছিলাম যেখানে বলা হয়েছিল ২৮০বছর পর বছর পর ২০২২ এ শুক্রবারে হজ্জ্ব পালিত হচ্ছে। দাবিটি আমাদের পর্যবেক্ষণে ভুল প্রমাণিত হয়েছিল।
Result : False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।