Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপে একটি মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে দীপাবলি উপলক্ষ্যে ভারতের জন্য চীন হাঁপানি গ্যাস যুক্ত বাজি আনতে চলেছে এবং সাথে থাকবে চোখে জ্বালা ধরানো চীনা লাইট। পাকিস্তান যেহেতু ভারতকে সোজাসুজি আক্রমণ করতে পারছে না তাই চীনের সাথে হাত মিলিয়ে ভারতকে প্যাঁচে ফেলতে চাইছে। ভারত বাসীদের আসন্ন দীপাবলিতে এই ক্ষতিকর জিনিস থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং এই বার্তাটি এসেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ তদন্তকারী অধিকর্তা বিশ্বজিৎ মুখার্জির তরফ থেকে।

ফেসবুকেও সম্প্রতি একই পোস্ট অনেকে শেয়ার করেছে।


ভারত-পাকিস্তানের শত্রুতা সারা বিশ্বের কাছে জানা, পাকিস্তানের সৈন্য দিয়ে ভারতকে আক্রমণ করার ক্ষমতা নেই তাই তারা জঙ্গি হামলাকে প্রশ্রয় দিচ্ছে। এবার সরাসরি চীনের মদতে ভারতে পটকা বাজির মধ্যে হাঁপানি গ্যাস ছড়ানো ও চোখ জ্বালা ধরানো চীনা লাইট বের করেছে দীপাবলি উপলক্ষ্যে। এই দাবিটি সত্যি না মিথ্যে যাচাই করার জন্য আমরা গুগলে খোঁজ শুরু করি। PIB র একটি ট্যুইট ও ফেসবুক পোস্ট পাই যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নাম করে একটি বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে দীপাবলি উপলক্ষে ভারতের জন্য চীন হাঁপানি গ্যাস যুক্ত বাজি আনতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ধরণের কোনো বার্তা প্রেরণ করা হয়নি আর এই ধরণের জাল মেসেজকে বিশ্বাস না করাই উচিত।
অনুসন্ধানের সময় আমরা দেখি এই ধরণের বার্তা এর আগেও ভাইরাল হয়েছিল ২০১৭, ও ২০২০ সালে। একই দাবি সমেত ভারত স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ তদন্তকারী অধিকর্তা বিশ্বজিৎ মুখার্জির নামে এর আগেও দীপাবলির আগে এই বার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিলো। ফেসবুক থেকে আমরা ২০১৭ সালের FIND FAKE News নামের একটি ফেসবুক পেজ থেকে এই ধরণের পোস্টকে মিথ্যে বলা হয়েছে।
এই বছরের মতো ২০২০ সালের PIB র ট্যুইট পাই। সেই বছরেও এই ধরণের বার্তা ভাইরাল হয়েছিল এবং PIB সেই সময়েও এই ধরণের বার্তাকে জাল বলে প্রমাণিত করেছিল।
দীপাবলি উপলক্ষে ভারতের জন্য চীন হাঁপানি গ্যাস যুক্ত বাজি আনতে চলেছে এই দাবিটি নিয়ে অনুসন্ধানের সময় আমরা জানতে পারি এই ধরণের কোনো বার্তা দেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে , এই দাবিটি মিথ্যে। আর এই ধরণের বার্তা এর আগেও ভাইরাল হয়েছিল।
PIB
https://twitter.com/PIBFactCheck/status/1323547735539134465?s=20
https://twitter.com/PIBFactCheck/status/1443142416769314816?s=20
https://www.facebook.com/pibfactcheck/photos/415996436600122
FIND FAKE News
https://www.facebook.com/FINDFAKENEWS/posts/346851742446571
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Kushel Madhusoodan
September 2, 2025
Raushan Thakur
October 25, 2025
Tanujit Das
October 25, 2025