শনিবার, এপ্রিল 20, 2024
শনিবার, এপ্রিল 20, 2024

HomeFact Checkসোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির নামে ছড়ালো অন্য ছবি 

সোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির নামে ছড়ালো অন্য ছবি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে (9999499044) একটি ছবি এসেছে তথ্য যাচাইয়ের জন্য যেখানে ভারতের বিশিষ্ট কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল ও আরো অনেককে একটি টেবিলে বসে খেতে দেখা যাচ্ছে। ছবিটির সাথে দাবি করা হয়েছে ‘১৯৪৭ সালে স্বাধীন ভারতের প্রথম ইফতার পার্টির ছবি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের তরফ থেকে এই দয়াতের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন ওনার সহযোগীরা – জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ। 

হোয়াট্সঅ্যাপ থেকে পাওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়াতেও এই ছবিকে নিয়ে করা কিছু পোস্ট পাই। 

ফেসবুকের সাথে সাথে টুইটারেও এই ছবিটি বেশ ভাইরাল হয়েছে। 

সম্প্রতি শুরু হয়েছে রমজান মাসের রোজা, যখন ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষরা ভোরের আলো ফোঁটার আগে প্রাতঃরাশ সেরে ফেলে সূর্য ডোবা পর্যন্ত অভুক্ত থাকে। সূর্যাস্তের পর আজানের শেষে ফল ও বিভিন্ন ভোজন গ্রহণের মাধ্যমে তারা রোজা ভঙ্গ করেন। 

Fact check / Verification 

স্বাধীন ভারতের প্রথম ইফতার পার্টির নামে যে ছবিটি ছড়িয়েছে তার সত্যতা জানার জন্য আমরা প্রথমে ছবিটির গুগল রিভার্স ইমেজ করি। এখানে আমরা Wikimedia commons নামের একটি লিংক পাই যেখানে এই ছবিটি রয়েছে। ছবিটির বর্ণনায় বলা হয়েছে চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের প্রথম গভর্নর হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল একটি খাওয়াদাওয়ার আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকর,, মৌলানা আবুল কালাম আজাদ ও আরো অনেকেই। 

স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির image 1

এটি ছাড়াও আমরা Amar Ujala র ২০২১ সালের ১৫ই অগাস্টের একটি রিপোর্ট পাই যেখানে লেখা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেট ভোজন। এখানে Wikimedia commons র উল্লেখ রয়েছে ছবির উৎস রূপে। Alamy.com ও আমরা এই একই ছবি পাই। 

Live History India নামের একটি সাইটেও আমরা স্বাধীন ভারতের প্রথম ইফতার পার্টির নামে যে ছবিটি ছড়িয়েছে তা পেয়েছি। এখানে বলা হয়েছে ১৯৪৮ সালে চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের প্রথম গভর্নর জেনারেল রূপে নিযুক্ত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল মন্ত্রীসভার সব সদস্যদের একটি ভোজন সভার আয়োজন করেন।

স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির image 2
Courtesy: Live History India

আরো গভীর অনুসন্ধানে আমরা  zoroastrians থেকে এই ছবিটির অন্য দিক থেকে তোলা একটি ছবি পাই। ছবির মধ্যে তৎকালীন ভারতের যেসব বিশিষ্ট মন্ত্রীরা ছিলেন তাদের নামও আমরা জানতে পারি। ১৯৪৮ সালের এই ভোজন সভায় উপস্থিত ছিলেন – রফি আহমেদ কিদওয়াই, বলদেব সিংহ , মৌলানা আজাদ, জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজাগোপালাচারী,সর্দার বল্লভভাই প্যাটেল, রাজ্ কুমারী অমৃত কৌর ,জন মাত্থাই ,জগজীবন রাম, মিস্টার নিয়োগী, শ্যামাপ্রসাদ মুখার্জী, গোপালস্বামী আয়েঙ্গের, বাবা সাহেব আম্বেদকর ও আরো অনেকে।

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ১৯৪৮ সালে বল্লভভাই প্যাটেলের দ্বারা আয়োজিত একটি ভোজন সভার ছবি। 

(এই প্রতিবেদনটি সর্বপ্রথম  Newschecker Urdu থেকে প্রকাশিত হয়েছে)

Result: False Context/False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular