টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের হারের পর এই দেশের ক্রিকেট অনুগামীদের মধ্যে একটি ছোটোখাটো আন্দোলনের সৃষ্টি হয়েছে এবং সেই আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে এক দাবি ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হয়েছে। দাবির সাথে একটি ছবি ভাইরাল হয়েছে সাদা সবুজ জার্সি পড়া পাকিস্তানী ও গেরুয়া জার্সি পড়া ভারতীয় মহিলা ফুটবল খেলোয়াড়ের ছবি।

ছবিটি পোস্ট করে সাথে মেয়েদের ফুটবল খেলোয়াড়দের বাহবা জানানো হয়েছে এবং বলা হয়েছে ক্রিকেটের হারের বদলা নিলো ভারতীয় মহিলা ফুটবল দল ১৮ গোলে পাকিস্তানকে হারিয়ে। T20 বিশ্বকাপের আবহে এই ধরণের একটি পোস্ট অনেকেই ফেসবুকে শেয়ার করেছে।




Fact -check / Verification
গত রবিবারে ভারত পাকিস্তানের মধ্যে খেলায় ভারত ১৫১ রান ও ৭ উইকেটে পাকিস্তানের কাছে হেরে গেছে। এর পর থেকেই অধিনায়ক ভিরাট কোহলি ও তার দলের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা উঠতে শুরু হয়েছে। ভারতীয় খেলোয়াড় মোহম্মদ সামিকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে নানা রকম কুরুচিকর পোস্ট ছড়িয়েছে। T20 বিশ্বকাপের আবহে বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে দাবি করা হয়েছে ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হয়েছে এবং ক্রিকেটে হারের বদলা নিয়েছে ফুটবল খেলার মাধ্যমে।
ভারত ও পাকিস্তানের মধ্যে এর মধ্যে কবে ফুটবল খেলা হয়েছে এবং তাতে কার হার-জিত হয়েছে জানার জন্য আমরা প্রথমে গুগলে খঁজে করি। জানা গেছে ২০১৮ সালে থাইল্যান্ডের চোনবুরিতে AFC আন্ডার ১৯ এর মহিলাদের চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার খেলায় ১৮-০ গোলে পরাজিত করে পাকিস্তান মহিলা ফুটবল দলকে। The Times Of India এর ও Indian Football Team টুইটার পোস্ট অনুসারে খেলার প্রথমার্দ্ধে রেনু ৯ গোল করেন। জানিয়ে রাখি ও এর রিপোর্টে আমরা ভাইরাল ছবিটি পাই।

ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হওয়ার খবরটি ২০১৮ সালের যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে
গুগল খোঁজার পর আমরা জানতে পারি ১৩শে অক্টোবর ভারত ও চীনের তাইপেই এর মধ্যে মহিলাদের ফুটবল খেলা হয়েছিল যেখানে ১-০ গোলে তাইপেইকে হারিয়েছে ভারতীয় দল।

Indian Football Team এর টুইটের পোস্ট, SportStar এর রিপোর্ট অনুসারে জানা গেছে ভারতীয় মহিলা ফুটবল দল আসন্ন ২০২২ AFC মহিলা এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত। দলের স্ট্রাইকার রেনু এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের দলের মূল স্বপ্ন হলো ওর্য়াল্ড কাপে খেলা, কিন্তু আসন্ন ২০২২ AFC মহিলা এশিয়ান কাপের জন্য তারা এখন মনোনিবেশ করেছে। যদি এশিয়ান কাপে ভালো প্রদর্শন করতে পারে তবে বিশ্বকাপেও ভালো খেলার সুযোগ পাবেন বলে মনে করেন রেনু।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত T20 বিশ্বকাপের আবহে ভাইরাল দাবি ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে পাকিস্তানী মহিলাদের দল ১৮ গোলে পরাজিত হওয়ার খবরটি ২০১৮ সালের যা এখন আবার ছড়িয়েছে।
Result- Misplaced Context
Our sources
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।