Authors
Claim: ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে আদালতে অভিষেক ব্যানার্জীকে গলায় দড়ি বেঁধে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা
Fact: খবরটির শিরোনাম বিভ্রান্তিকর ও মিথ্যে, আমরা এমন কোনো খবর পাইনি
ফেসবুকে সম্প্রতি ISF Bangla ভাঙ্গড় নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যার শিরোনাম ‘অভিষেককে দড়ি বেধে হাজির! ভয়ে পিসি মমতার কাছে ছুটল অভিষেক।এই মুহূর্তের বড় খবর দেখুন’
৫মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে দাবি করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আদেশ দিয়েছেন গলায় দড়ি বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এজলাসে হাজির করা হোক।
এই দাবিটি ছাড়াও বলা হয়েছে আদালতে কল্যাণ ব্যানার্জী বিচারপতির সামনে দাবি করেছেন অভিষেকে ইচ্ছা করেই INDIA জোটের বৈঠকের দিন দিল্লীতে ED দপ্তরে ডাকা হয়েছিল।এটি বিজেপির একটি চালাকি।
Fact check / Verification
‘গলায় দড়ি বেঁধে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা’ – এমন ধরণের কোনো খবর আমরা পাইনি।
গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা কলকাতার সিজিও কমপ্লেক্সে তৃণমূলের যুবরাজের হাজিরার কথা জানতে পাই। এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসে সকালে পৌঁছে যান তিনি, টানা ৯ ঘন্টা জেরার পর বের হন অভিষেক।এর আগে কয়লা পাচার কাণ্ডে ওনার নাম জড়িত থাকার কারণে ED দপ্তরে হাজিরা দিতে হয়েছে।
কয়লা কেলেঙ্কারি তদন্তে বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছেন এই মামলার কতদূর এগিয়েছে এবং যে সংস্থার নাম উঠেছে এই তদন্তে তার সাথে যদি অভিষেকের কোনো যোগাযোগ থেকে থাকে তাহলে তাকেও যেন হাজির করা হয় আদালতে। আজ ১৪ই সেপ্টেম্বর সেই মামলার রিপোর্ট জমা হওয়ার কথা।
গতকাল পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সামনে উপস্থিত হয় কলকাতার সিজিও কমপ্লেক্সের ED দপ্তরে। টানা জিজ্ঞাসাবাদের পর বেরিয়েই সাংবাদিকদের মুখে পড়েন। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে ১৩ই সেপ্টেম্বর দিল্লীতে INDIA জোটের মিটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল জোটের অন্যতম সদদ্য অভিষেকের। সেই প্রয়াসকে বানচাল করতেই ED ডেকে পাঠিয়েছে ওনাকে।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে স্পেনে বাণিজ্যিক সফরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেকের উপস্থিতির কোনো খবর আমরা পাইনি।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি অভিষেকে গলায় দড়ি বেঁধে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা এই খবরটি ভুল। বিচারপতি এমন কোনো আদেশ দেননি।
Result: False
Sources
Report published by Ei Samay, 13 Sept 2023
Report published by Anandabazar Patrika, 13 Sept 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।