মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact Checkবাজারে Jio-র গম আসার জন্যই কৃষকরা আন্দোলন করছে? সোশ্যাল মিডিয়াতে জিও লেখা...

বাজারে Jio-র গম আসার জন্যই কৃষকরা আন্দোলন করছে? সোশ্যাল মিডিয়াতে জিও লেখা গমের ব্যাগ নিয়ে ছড়ালো বিভ্রান্তি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Jio-র কৃষিজাত পণ্যের ব্যাগের ছবি ভাইরাল হয়েছে। নীল রঙের ব্যাগের উপর জিও লোগো ছাপা ব্যাগের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে নতুন কৃষি বিল পাস্ হওয়ার পর Jio বাজারে গম সরবরাহ করতে শুরু করার পরেই নাকি কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। 

Fact check / Verification 

আম্বানি গ্রুপের তরফ থেকে বাজারে Jio র নামে কোনো কৃষিজ পণ্যের সরবরাহ করা শুরু করেনি, বিভ্রান্তিকর দাবি ছড়ালো সোশ্যাল মিডিয়া জুড়ে। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর জানা গেছে Uddan নামের একটি B2B ওয়েবসাইটে Jio লেখা গমের ব্যাগ, আটার ব্যাগ দেখতে পাই। 

Jio লেখা ব্যাগ কোনোটির রং গোলাপি, কোনটি সাদা-নীল ৩০ কেজি, ২৫কেজি গমের ব্যাগের ছবি দেওয়া রয়েছে যার লোগোর সাথে Jio র লোগোর মিল নেই কোনো এবং প্রতিটি ব্যাগের প্রস্তুতকারক সংস্থার নাম ও আলাদা । অর্থাৎ শুধু মাত্র Jio নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা নিজেরদের কৃষিজ পণ্যের ব্যাগে ব্যবহার করেছে। 

Conclusion 

রিলায়েন্স গ্রুপের Jio ডিজিটাল থেকে কোনো কৃষিজ পণ্যের সরবরাহ করা শুরু করেনি। বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে Jio র নাম তাদের পণ্যের ব্যাগে ছেপে বাজারে বিক্রি করছে। 

Result – Misleading

our source

Uddan – https://udaan.com/listing/TLGPSLDNWTX4ZFTDMXFF4TZGRDF9W12 https://udaan.com/listing/TLGPSLJY3XS7PYFDZ7F1CC3L7FWMW7V

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular