রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkকলকাতা পুলিশের তরফ থেকে বাংলার বদলে উর্দুতে পথ-সতর্কতা মূলক বোর্ড লেখা হয়েছে?...

কলকাতা পুলিশের তরফ থেকে বাংলার বদলে উর্দুতে পথ-সতর্কতা মূলক বোর্ড লেখা হয়েছে? পুরোনো ছবি ফের সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে একটি ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে পথসতর্কতা নিয়ে উর্দু ও ইংরেজিতে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। ছবিটির সাথে লেখা বাঙালির নিজের মাতৃভাষাকে নিয়ে কথা বলারও অধিকার হারিয়ে ফেলেছে। বাঙালির মাতৃভাষার আজ স্থান কোথায় তার জলজ্যান্ত উদাহরণ হলো কলকাতা পুলিশের এই বোর্ডটি। বাংলা নয় এখন উর্দু হলো মাতৃভাষা।

কলকাতা পুলিশের তরফ image 1

টুইটারে এই ছবিটিকে পোস্ট করেছেন বিজেপি বাংলার মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন – এটা কলকাতা পুলিশের বোর্ড, ইংরাজীর পাশাপাশি, উর্দুকেও সমান তাৎপর্য দেওয়া হয়েছে, কিন্তু বাংলা ভাষাকে দেখা যাচ্ছে না, এটাই কি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণের বাংলা? একেই কি বলে এগিয়ে বাংলা?

Fact-check / Verification

কলকাতা পুলিশের তরফ থেকে বাংলার বদলে উর্দুতে পথ-সতর্কতা মূলক বোর্ড লেখা এই দাবিটি সত্যি কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা কিছু টুইট পাই।

কলকাতা পুলিশের তরফ থেকে বাংলার বদলে উর্দুতে পথ-সতর্কতা মূলক বোর্ড টাঙানোর বিষয়টি ২০১৮ সালের যা বর্তমানে আবারও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে

যে টুইটগুলো আমরা পাই তার মধ্যে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়ের টুইটও রয়েছে। ২০১৯ সালেও তিনি একই ছবি শেয়ার করে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন বাংলায় থাকতে গেলে বাংলা জানতে হবে, কিন্তু এই বোর্ডে কি বাংলা লেখা আছে?

২০১৮ সালে বাংলা পক্ষ নামের একটি সংগঠনের প্রধান গর্গ চ্যাটার্জী প্রথম এই ছবিটিকে নিয়ে টুইট করেন, এবং লেখেন “কলকাতা পুলিশ ইচ্ছেমতো সাইনবোর্ড থেকে বাংলা মুছে ফেলার সরকারি সিদ্ধান্ত নিয়েছেন? দিল্লি, হরিয়ানা, ইউপি, এমপি, বিহার, ছত্তিশগড়ের মতো হিন্দুস্তান অঞ্চলের যে কোন রাজ্যের পুলিশ বিভাগ থেকে বাংলা সাইনবোর্ড করা যাবে যেখানে লক্ষ লক্ষ বাঙালি বাস করে?”

এই টুইটের উত্তরে কলকাতা পুলিশের অন্য একটি টুইট আমরা পাই। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে বাংলা ভাষা শুধু কলকাতা নয়, দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা, বাংলাকে তাই অবজ্ঞা করার কোনো প্রশ্নই ওঠেনা। বাংলায় ভাষার সাথে সাথে নানা ভাষা, নানা মত,নানা পরিধান’-কে এ রাজ্যের বরণ করে নেওয়ার মহান ঐতিহ্যকে মাথায় রেখেই অন্য ভাষাতেও সচেতনতামূলক প্রচার করা হয়।

Conclusion

কলকাতা পুলিশের তরফ থেকে বাংলার বদলে উর্দুতে পথ-সতর্কতা মূলক বোর্ড লেখা হয়েছে পুরোনো এই খবরটি বর্তমানে বিভ্রান্তিকর দাবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে।

Result- Misleading

Our source

Kolkata Police Tweet

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular