শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkফের হাথরাসের নামে ছড়ালো ভুল তথ্য, জব্বলপুরের চিকিৎসক অধ্যাপিকাকে নকশাল তকমা দিয়ে...

ফের হাথরাসের নামে ছড়ালো ভুল তথ্য, জব্বলপুরের চিকিৎসক অধ্যাপিকাকে নকশাল তকমা দিয়ে তার ছবি ছড়ানো হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

উত্তরপ্রদেশের হাথরাসের মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটে যাওয়ার কয়েক সপ্তাহ কেটে গেলেও এই নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। হাথরাস নিয়ে  সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে এক মহিলাকে হাথরাসের নির্যাতিতার পরিবারের সাথে দেখা গেছে। দাবি করা হয়েছে এই মহিলা মেয়েটির বৌদি এবং ইনি নকশাল করেন। এর সাথে আরো একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীকে এক মহিলাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে।  বলা হয়েছে এই মহিলা সেই যে নকলাসের সাথে জড়িত। 

https://www.facebook.com/razbeer.sarkar.39/posts/146829463784777

ইউটুবের থেকে পাওয়া এই ঘটনার কিছু ভিডিও –

Fact check / Verification

যে মহিলার সাথে নকশালের যোগের দাবি করা হয়েছে সে আসলে জব্বলপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপিকা এবং পীড়িতার পরিবারের দূর-সম্পর্কের আত্মীয়া। গুগল থেকে The Wire, Times of  IndiaDainik Bhaskar এর রিপোর্ট অনুসারে ডঃ রাজকুমারী বনসল নির্যাতিতার পরিবারের আত্মীয় হন এবং এই ঘটনার পর মানবিকতার খাতিরে পরিবারের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ান। তার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভুল খবর ভাইরাল হওয়ার পরে তিনি মুখ খোলেন এবং জানান তার স্বামী ও ১০ বছরের সন্তান আছে, তিনি বর্তমানে মধ্যপ্রদেশের জব্বলপুরের সুভাষ চন্দ্র বসু মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপিকা। এই ঘটনার পর তিনি জব্বলপুরের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন কারণ তার ফোন রেকর্ড হতে শুরু করে। 

Times of India screenshot

প্রিয়াঙ্কা গান্ধীর সাথে যে মহিলাকে দেখা গেছে সে আসলে মৃতার মা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরাস যাওয়ার পথে উত্তরপ্রদেশের পুলিশ দ্বারা আক্রান্ত হওয়ার পর ৩ তারিখে তারা পীড়িতার বাড়িতে পৌঁছান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের আশ্বাস দেন। National Herald এর প্রকাশিত খবরে আমরা এই ভাইরাল ছবিটি পাই। 

National Herald news screenshot

Conclusion 

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হাথরাসের নির্যাতিতার বৌদি একজন নকশাল, এই দাবিটি সম্পূর্ণ ভুল। যে মহিলার ছবি ভাইরাল হয়েছে উনি ডঃ রাজকুমারী যিনি বর্তমানে জব্বলপুর মেডিক্যাল কলেজের অধ্যাপিকা। এর সাথে অন্য একটি ছবিতে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাচ্ছে মেয়েটির মায়ের সাথে, এই ছবির ক্ষেত্রে দাবি উঠেছে ঐ নকশাল বৌদিকে প্রিয়াঙ্কা বুকে জড়িয়ে শান্তনা দিচ্ছেন সেটিও  ভুল।  

Result – False claim

Our sources

Times of Indiahttps://timesofindia.indiatimes.com/city/bhopal/went-to-support-hathras-family-says-mp-doctor/articleshow/78598402.cms

National Heraldhttps://www.nationalheraldindia.com/india/priyanka-consoles-hathras-gang-rape-victims-mother-says-i-felt-her-pain-and-suffering

Dainik Bhaskarhttps://www.bhaskar.com/local/mp/jabalpur/news/hathras-case-madhya-pradesh-jabalpur-doctor-rajkumari-bansal-accused-of-associated-with-naxalites-127799156.html

The Wirehttps://thewire.in/rights/hathras-woman-falsely-branded-naxalbhabhi-is-a-medical-professional-from-jabalpur

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular