রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkকাশ্মীরি হিন্দু নির্যাতনের উপর নির্মিত The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন...

কাশ্মীরি হিন্দু নির্যাতনের উপর নির্মিত The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী ?

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি কাশ্মীরের হিন্দুদের উপর ১৯৯০ সালে হওয়া নির্যাতনকে নিয়ে সদ্য মুক্তি পাওয়া ছবি The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে বসে লাল কৃষ্ণ আডবাণীর চোখ থেকে ঝরে পড়ছে জল(Lal Krishna Advani crying)। ওনাকে কিছু মানুষ ঘিরে সান্ত্বনা দিচ্ছে, কথা বলা চেষ্টা করেছে।

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী image 1
Courtesy: Facebook / bipro.nath.54
The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী image 2
Courtesy: Facebook /apu.gosh.12
The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী image 3
Courtesy: Facebook /shubhankar.ghosh.568

১৯৯০ সালে ভারতের ভূস্বর্গ কাশ্মীরে সংখ্যালঘু হিন্দু পন্ডিত সম্প্রদায়ের উপর চলে নির্বিচারে গণহত্যা। তাদের বাড়িঘর লুঠ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হিন্দু পন্ডিতের সামনে রাখা হয় তিনটি শর্ত, এক মুসলিম ধর্ম করে গ্রহণ করা, অথবা কাশ্মীর ছেড়ে চলে যাওয়া নয়তো মৃত্যু বরণ করা। এরপর থেকেই শুরু হয় উপত্যকা ছেড়ে কাশ্মীরি হিন্দুদের পলায়ন। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী ও আরো অনেকে। ছবিটি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই চর্চায় এসেছিলো, মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে এই ছবিতে দেখানো প্রতিটা মুহূর্তকে নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ছবির অভিনেতাদের সাথে সাক্ষাৎ করেছেন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবিটিকে প্রশংসা করেছেন এবং বলেছেন দেশে এই ধরণের ছবি আরো বেশি করে বানানো দরকার, সত্যি কি তাদের সবার সামনে আসা দরকার।

Fact check / Verification

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী এই দাবিটির সত্যতা জানার জন্য আমরা প্রথমে কিছু কীওয়ার্ড দিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর বেশ কিছু মিডিয়া রিপোর্ট পাই যেখানে ২০২০ সালের এই ভিডিওটিকে এখন সোশ্যাল মিডিয়াতে The Kashmir Files এর মুক্তির আবহে ছড়ানো হয়েছে।

India Today র ১০ই ফেব্রুয়ারি ২০২০ সালের রিপোর্ট অনুসারে কাশ্মীরের হিন্দু পন্ডিতদেরকে নিয়ে বানানো ছবি ‘Shikara’ ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন আডবাণী। ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া টুইটারে ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করেছিলেন। দিল্লিতে প্রদর্শিত এই ছবিটি দেখে নিজের চল আটকে রাখতে পারেননি বর্ষীয়ান ভারতীয় জনতা পার্টির নেতা লাল কৃষ্ণ আদবানি। এই সময় হলে উপস্থিত ছিলেন পরিচালক। তিনি সঙ্গে সঙ্গে ছুঁটে যান আডবাণীর কাছে এবং ওনাকে দুঃখ প্রশমনের চেষ্টা করেন। লাল কৃষ্ণ আডবাণীর সাথে ওনার মেয়ে প্রতিভাও ছিলেন। ভিডিওটিতে বিধু বিনোদ চোপড়াকে দেখা যাচ্ছে আডবাণীর কাছে বসে ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন।

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী image 4

Times Of Indiaর ৮ই ফেব্রুয়ারি ২০২০ সালের রিপোর্ট অনুসারে রাজধানী দিল্লিতে একটি বিশেষ স্ক্রিনিং হয়। সেখানে লাল কৃষ্ণ আডবাণী ওনার মেয়েকে নিয়ে কাশ্মীরের হিন্দু পন্ডিতদেরকে নিয়ে নির্মিতি ‘Shikara’ ছবিটি দেখতে যান। ছবিটি দেখে নিজের আবেগকে সামলাতে পারেননি আডবাণী এবং সেই ভিডিও পরিচালক নিজেও নিজের টুইটার প্রফাইলে শেয়ার করেন।

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী image 5

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী দাবিটি বিভ্রান্তিকর

The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী এই দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২০ সালের এবং ওই বছরে আপলোড হওয়া এই ভিডিওর আরো কিছু লিংক ইউটুউব থেকে খুঁজে পাই।

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাশ্মীরি হিন্দু নির্যাতনের উপর নির্মিত The Kashmir Files দেখে চোখের জলে ভাসলেন লাল কৃষ্ণ আডবাণী এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ২০২০ সালের ‘Shikara’ ছবির সময়ের।

Result: False Context/False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular