Claim
জাপানের আকাশে দেখা গিয়েছে অদ্ভুত ডিম্বাকৃতি মেঘ – ফেসবুকে আকাশে ভাসমান প্রায় ডিমের মতো আকৃতির মেঘের ছবি পোস্ট করে এই দাবি করা হয়েছে। বলা হচ্ছে জাপানের ফুজিসাওয়া শহরে এই বিরল মেঘ দেখা গিয়েছে। এই ছবিটি যিনি তুলেছেন তিনি বলেছেন প্রথমের দিকে মেঘটি গোলাকার হলেও পরে ডিম্বাকৃতি হয়ে যায়।

Fact
জাপানের আকাশে দেখা গিয়েছে অদ্ভুত ডিম্বাকৃতি মেঘ এই দাবিটি সঠিক নয়, কারণ ছবিটি আইসল্যান্ডের, জাপানের ফুজিসাওয়া শহরের নয়।
ভাইরাল ছবির রিভার্স ইমেজ করার পর International Business Times এর ২৩শে অক্টোবর ২০১৯ সালের রিপোর্ট পাই। বাড়ির উপর আকাশে ভাসমান ডিম্বাকৃতির মেঘের ছবি এখানে রয়েছে এবং সাথে লেখা হয়েছে এলিয়েন বিশেষজ্ঞ স্কট সি ওয়ারিং এই ছবিটি তোলেন এবং ওনার ওয়েবসাইটে দাবি করেন মাটির খুব কাছেই আইসল্যান্ডে দেখা গিয়েছে এই ধরণের মেঘ যা কিনা এলিয়েনদের স্পেসশিপের একটি ছদ্মরূপ।

এই ছবিটি ছড়িয়ে পড়ার পর আবহাওয়াবিদরা এই মেঘের সাথে অন্যগ্রহের জীবদের যোগাযোগের বিষয়টি নস্যাৎ করেছে। জানা গিয়েছে এই ধরণের ডিম্বাকৃতি মেঘ বিরল কিন্তু খুবই সাধারণ ঘটনা এবং এই ধরণের মেঘকে লেন্টিকুলার ক্লাউড বলা হয়। প্রধানত কোনো আকাশচুম্বী বস্তু বা পর্বতের দ্বারা এই আকার পায়। পৃথিবী পৃষ্টে যখন বৃহৎ বৈশিষ্টসম্পন্ন কোনো কিছু থাকে তখন তার জন্য অনেক সময় বাতাসের প্রবাহ বাধা পায় এবং কুণ্ডলীর আকার ধারণ করে। পরে এই কুণ্ডলীগুলো স্থিতিশীল হলে তাতে আর্দ্র বাতাস প্রবেশ করে এবং এই ধরণের ডিমের আকার নেয়।
Grapevine.is এ ২০১৯ সালের ১৬ই অক্টোবর এই মেঘের ঘটনার কথা বলা হয়েছে। ফেসবুকেও এই ছবিটিকে অনেকেই ‘ডিম না এলিয়েন’ বলে দাবি করেছে।

Conclusion
জাপানের আকাশে দেখা গিয়েছে অদ্ভুত ডিম্বাকৃতি মেঘ এই দাবিটি আমাদের পর্যবেক্ষণে ভুল প্রমাণিত হয়েছে। আসলে এই মেঘ আইসল্যান্ডের আকাশে ২০১৯ সালে দেখা গিয়েছিলো যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
Result: Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।