Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: মহাকুম্ভে এক সাধকের অগ্নিস্নানের উপর নির্মিত বিবিসি-র তথ্য়চিত্র।
Fact: ভাইরাল ভিডিয়োটি বিবিসির তৈরি কুম্ভ মেলার কোনও তথ্য়চিত্র নয়।
সোশ্য়াল মিডিয়ায় এক সাধুর আগুনের মধ্য়ে শুয়ে থাকার ভিডিয়ো পোস্ট করে অনেকেই লিখেছেন, “মহাকুম্ভে সিদ্ধ সাধক কে গঙ্গাস্নানের আগে অগ্নিস্নান করতে দেখে BBC র (আন্তর্জাতিক সংবাদ মাধ্যম) প্রতিবেদক হতবাক হয়ে বলেছিলেন, এটা কি করে সম্ভব? যে বিবিসি চ্যানেল হিন্দু ধর্ম সংস্কৃতিকে অন্য ধর্মের তুলনায় ছোট করে দেখাতে অভ্যস্ত, গতকাল সেই বিবিসি চ্যানেলে সারাদিন এই ঐশ্বরিক ঘটনার প্রচার করেছে! সনাতন ধর্ম জগতের শ্রেষ্ঠ ধর্ম।। জয় মহাকাল”

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১১ সালের ২ নভেম্বর একটি ইউটিউব চ্য়ানেলে একই ফ্রেম-সহ ৪৬ মিনিট দীর্ঘ একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “The Fire Yogi”.
ওই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, worldcat.org ওয়েবসাইট থেকে জানতে পারা যায়, ভিডিয়োতে যে ব্য়ক্তিকে আগুনের উপর শুয়ে থাকতে দেখা যাচ্ছে, তাঁর নাম যোগী রাম্ভাউস্বামী, তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর। গত ৪৫ বছর ধরে নিশ্বাস-প্রশ্বাসের এক অদ্ভুত পদ্ধতি ব্য়বহার করে, যোগ সাধনার মাধ্য়মে তিনি আগুনের সঙ্গে এই কৌশলটি করছেন। খাবার বলতে তিনি দিনে মাত্র দু’বারদুটো কলা ও এক গ্লাস করে দুধ খেতেন।
আরও সার্চ করলে amazon.com ওয়েবসাইটে তাঁর উপর তৈরি তথ্য়চিত্রের ডিভিডির বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। যে তথ্য়চিত্রের নাম হল- ‘The Fire Yogi – A Story of an Extraordinary Journey’। নির্মাতা মাইক ভাসান ও তথ্য়চিত্রটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।

২০০৯ সালের ১৭ নভেম্বর Times of India ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ওই সময় তামিলনাড়ুর থানজাভুর এলাকার মন্দিরে, সমাজ-কল্য়াণের স্বার্থে আগুনের উপর শুয়ে থেকেছিলেন যোগী রাম্ভাউস্বামী। যদিও যুক্তিবাদীদের একাংশ বিষয়টিকে মানতে চাননি। ভ্রম বলে উড়িয়ে দিয়েছিলেন।

Sources
News Letter by worldcat.org
Information by amazon.com
Report by Times of India
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 20, 2025
Tanujit Das
February 15, 2025
Tanujit Das
February 13, 2025