Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
কুম্ভমেলায় হারিয়ে যাওয়া পরিজনদের খোঁজ নিতে আসা ব্যক্তিদের উপর লাঠিচার্জ করছে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ।
ভিডিয়োটি ধানবাদের, কুম্ভমেলায় পুলিশের লাঠি চার্জের নয়।
সোশ্য়াল মিডিয়ায় পুলিশের লাঠিচার্জের একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, মহাকুম্ভ মেলায় হারিয়ে যাওয়া পরিজনদের খোঁজ নিতে আসা ব্যক্তিদের উপর লাঠিচার্জ করছে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ।
এক মিনিট ৩০ সেকেন্ডের বেশি দীর্ঘ ভিডিয়োটি পোস্ট করে ফেসবুকে অনেকেই লিখেছেন, “পরিবার যদি বিচার চাইতে আসে, কুম্ভমেলায় নিখোঁজ পরিজনের খোঁজ নিতে আসে তাহলে যোগী বাবার পুলিশ লাঠি চার্জ করা পরিবারের উপর এই রাজত্ব কিসের?” (বানান পরিবর্তন করা হয়নি)
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, এক মাস আগে একই ধরনের একটি ভিডিয়ো-সহ প্রতিবেদন Bhaskar.com-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৫ সালের পয়লা জানুয়ারি ধানবাদের বিধাননগরের একটি নালা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধরা করেছিল ধানবাদ পুলিশ। এরপর মৃতের পরিবার পরিজনরা থানার বাইরে বিক্ষোভ দেখালে, পুলিশ লাঠি চার্জ করেছিল।
Prabhat Khabar-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, রবি কুমার রায় নামে এক যুবককে নালার জলে শ্বাসরোধ করে খুন করেছিল আকাশ কুমার শর্মা। এরপর মৃতের পরিবারের লোকরা থানার বাইটে বিক্ষোভ দেখিয়েছিল এবং রাস্তা অবরোধ করেছিল। বিক্ষুব্ধদের সরাতে লাঠাচার্জ করেছিল পুলিশ।
Etv Bharat, TIMES NOW Navbharat– এও খবরটি একই তথ্য় সহযোগে প্রকাশিত হয়েছিল।
এখন স্পষ্ট যে ভিডিয়োটি ধানবাদের, কুম্ভমেলায় পুলিশের লাঠি চার্জের নয়।
Sources
Report by Bhaskar.com, Dated January 1, 2025
Report by Prabhat Khabar, Dated January 1, 2025
Report by Etv Bharat, Dated January 1, 2025
Report by TIMES NOW Navbharat, Dated January 1, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
February 20, 2025
Tanujit Das
February 15, 2025
Tanujit Das
February 1, 2025