বামেদের মিছিলে বিমান বসুর সঙ্গে আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের ছবি থেকে শুরু করে নরেন্দ্র মোদির মুখে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ঘোষণা! এছাড়া কুম্ভ মেলা এবং একাধিক সাম্প্রদায়িক দাবি।
সেই সমস্ত কিছুই কি সত্যি! সপ্তাহভর News Checker-এর তদন্তে কী উঠে এলো? জানুন এখানে…

বিমান বসুর সঙ্গেও মিছিলে হেঁটেছিল আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়? ভাইরাল ছবির সত্যতা জানলে চমকে যাবেন
ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

উত্তরপ্রদেশে মুজাফ্ফরনগরে যুবতীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত হিন্দু, মুসলিম নন
উত্তরপ্রদেশে মুজাফ্ফরনগরে যুবতীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত মুসলিম নন, বরং একজন হিন্দু যুবক।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

ভুয়ো দাবি-সহ সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত হিন্দু তরুণীর ছবি
হিন্দু মেয়েটির মৃত্য়ু রেল দুর্ঘটনায় হয়েছে এবং ভাইরাল দাবিটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ! হাসিনাকে ফেরানোর বড় ঘোষণা মোদির? আসল সত্য়িটা জানুন
ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

এটি মহাকুম্ভে যোগী পুলিশের লাঠি চার্জের দৃশ্য নয়, ধানবাদের ভিডিয়ো
ভিডিয়োটি ধানবাদের, কুম্ভমেলায় পুলিশের লাঠি চার্জের নয়।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z