Claim
মহাকুম্ভের পূণ্যস্নানের ঘাটে ভাসছে নরকঙ্কার।

Fact
রিভার্স ইমেজ সার্চ করলে স্টক ইমেজ ওয়েবসাইট Alamy তে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি বারাণসীর ঘাটে তোলা হয়েছিল। যখন একটি কুকুর, সেই ঘাটে পড়ে থাকা একটি মৃতদেহ খাওয়ার চেষ্টা করছিল।

এরপর, ভাইরাল ছবিটি অন্য একটি স্টক ফটো ওয়েবসাইট, Age -তে খুঁজে পাওয়া যায় । তবে, সেখানে তারিখ না থাকলেও, যিনি ছবিটি তুলেছিলেন তাঁর নাম ওয়েবসাইটে উল্লেখ করা হয়।

ওয়েবসাইট অনুসারে, ছবিটি তুলেছেন ডিনোডিয়া ফটোর ফটোগ্রাফার রঞ্জিত সেন । অনুসন্ধানের সময় দেখা যায় যে, ফেসবুকে ১৬ মে, ২০২০ তারিখে রঞ্জিত সেন ছবিটি আপলোড করেছিলেন এবং কমেন্ট সেকশনে অনেকেই ছবিটিকে পুরনো বলছিল।

ছবিটির বিষয়ে জানতে আমরা রঞ্জিত সেনের সঙ্গে যোগাযোগ করি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে সেটি আপডেট করা হবে।
সুতরাং, ছবিটি বহু বছরের পুরনো এবং বারাণসীর। সাম্প্রতিক মহাকুম্ভ মেলার সঙ্গে এর কোনও যোগ নেই।
Sources
Image by Alamy
Image by Age
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z