রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেজে পথনাটকের কিছু দৃশ্য ভাইরাল হলো ফেসবুকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেজে পথনাটকের কিছু দৃশ্য ভাইরাল হলো ফেসবুকে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকের কিছু পেজে সম্প্রতি শেয়ার হয়েছে একটি ভিডিও, যেখানে এক মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মতো পোষাক পরে রাস্তায় লোকের ভীড়ে দাঁড়িয়ে বলছেন বাংলায় দাঁড়িয়ে তিনি হরি নাম, রাম নাম বরদাস্ত করবেন না। যদিও ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে – ২০ সেকেন্ডের ভিডিও : হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভার প্রার্থী সাজদা আহমেদ প্রকাশ্যে নির্লজ্জের মতো বলছেন হিন্দূদের রামনাম, হরিনাম এসব তিনি বরদাস্ত করবেন না তার এলাকায়।এছাড়াও পশ্চিমবাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলিমদের তিনি আশ্রয় দেবেন।

https://www.facebook.com/BJP2008/videos/257684605533539/
https://www.facebook.com/274553879678291/videos/703802040220445

Fact check / Verification 

ভাইরাল এই ভিডিওটিকে ভালো করে দেখার পর বোঝা যাবে এটি কোনো মিছিল বা পদযাত্রার ভিডিও নয়, বরং এটি একটি পথনাটকের দৃশ্য। ভিডিওটিতে এই মহিলাকে বলতে শোনা যাচ্ছে – আল্লাহর উপর বিশ্বাস আছে.আল্লাহ দেখছেন, আল্লাহ ওদের রক্ষা করবে, এর পরেই ‘আপা, আপা’ ধ্বনি শোনা  যায় যা সাধারণত বাংলাদেশে মহিলাদের উদ্দেশ্যে বলা হয়। এরপরেই এক সাংবাদিক গোছের একজন এগিয়ে এসে প্রশ্ন করেন যদি এই কারণে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটে তখন রাজ্যবাসীদের সুরক্ষার বন্দোবস্ত কি হবে এই প্রশ্ন শোনার পর মাননীয়া জন তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তাচ্ছিল্যের স্বরে জিজ্ঞাসা করেন এই ধরণের প্রশ্ন করার সাহস উনি কথা থেকে পান? এবং নির্দেশ দেন ওনার লাইসেন্স রদ করার। 

রিভার্স ইমেজ সার্চের দ্বারা জানতে পাই এই ভিডিওটি প্রধানত ২০১৮ সালেই ইউটুবে আপলোড করা হয়েছে যেখানে ক্যাপশনে লেখা হয়েছে – রোহিঙ্গা মুসলিমদের ভারতে রাখার সমর্থনে রাজপথে তৃনমূল নেতা। ভিডিওটি ভালো করে দেখার পর যে নেত্রীর নাম এখানে নেওয়া হয়েছে তার মুখের আদলের সাথে এই মহিলার মুখের মিল নেই, বরং কথা বলার ভঙ্গি, শাড়ী পড়ার ধরণ মমতার দিকেই নির্দেশ করে।

Conclusion

তৃণমূলের নেত্রী সাজেদা আহমেদ ও মমতা ব্যানার্জীর নাম ভাইরাল হয়েছে একটি ভিডিও যা মূলত একটি পথনাটক। যে মহিলাকে দেখা যাচ্ছে উনি কোনো ভাবেই সাজেদার সাথে মিল খায়না অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা সর্বদাই বাঙালির প্রতিটা ধর্মের মানুষকে সাথে নিয়ে চলার কথা বলেন। 

Result – Falsely attributed

Our sources

YouTube video https://www.youtube.com/watch?v=dre_AsH_yeQ&feature=youtu.be

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular