দাবি: সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও আমরা পাই যেখানে ভিডিওটির স্থান মেটিয়াবুরুজ বলা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে জুম্মার পর মেটিয়াবুরুজ কি অবস্থা দেখুন। পুলিশদের প্রাণ হাতে নিয়ে পালাতে হচ্ছে।
https://www.facebook.com/tarak.banik.399/videos/1074312289613466/
বিশ্লেষণ: ফেসবুক থেকে মেটিয়াবুরুজের নাম করে যে ভিডিও গুলো উপলোড করা হয়েছে তার মধ্যে থেকে একটি fake ভিডিও।
কারণ এই একই ভিডিও নিয়ে আমরা এর আগেও একটি প্রতিবেদন করেছিলাম। ভিডিওটি গুজরাটের, CAA বিরোধিতার সময়ের ভিডিও যা এখন মেটিয়াবুরুজের নাম করে শেয়ার করা হচ্ছে।
গুজরাটের আহমেদাবাদের শাহ-এ -এলাম এরিয়াতে নাগরিকত্ব বিলের বিরোধীদের সাথে পুলিশের সংঘাত বাধে। এই গোলযোগে গুজরাটের কমপক্ষে ৫জন আহত হন। গত বছর ডিসেম্বর মাসে এই ঘটনাটি ঘটে মুসলিম অধ্যুষিত এলাকা শাহ-এ -আলম নামক জায়গায়। পুলিশ এখানে বিরোধীদের শান্ত করতে আসলে এই সংঘর্ষের মুখোমুখি হয়। তারা বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচার জন্য রোডের পাশে দোকান গুলিতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাদের উপর আক্রমণ করা হয়। এই ঘটনাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করা যাবে। ইউটুব থেকে TV9 Gujarati -র পক্ষ থেকে এই ভিডিওটি প্রকৃত স্থান ও ঘটনার বিবরণ পাই। এছাড়াও India Today ও The Hindu– ও এই ঘটনার বিবরণ দিয়ে রিপোর্ট করেছে।
দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে তা হলো একটি ভীড় এলাকার ভিডিওকে মেটিয়াবুরুজের বলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সরু গলির আশপাশের দোকান গুলিতে লোকজন ভীড় করে কেনাকাটা করছে। এই ভিডিওর সাথে তাচ্ছিল্যের সাথে ক্যাপশন দেওয়া হয়েছে যে “স্থান – #মেটিয়াবুরুজ।
তারিখ – 25.04.2020.
#লকডাউন?
#সোশ্যাল_ডিস্ট্যান্সিং?” ইত্যাদি।
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফ থেকে আমরা একটি টুইট পাই যেখানে এই ঘটনাকে মিথ্যা বলা হয়েছে। আসলে ডিসিপি পোর্ট কলকাতা পুলিশের তরফ থেকে এই ঘটনাকে যাচাই করা হয়েছে। এই টুইটে লকডাউনে মেটিয়াবুরুজের আসল সিসিটিভি ফুটেজের ছবি দিয়ে ভাইরাল এই ভিডিওকে মিথ্যে প্রমাণ করেছে।
উপরোক্ত দুটি ঘটনার প্রকৃত ঘটনাগুলিকে বিশ্লেষণ করে আমরা প্রমাণিত করেছি যে কলকাতার মেটিয়াবুরুজকে কে ভুল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ফলাফল: মিথ্যা FAKE
ব্যবহৃত টুলস :
- Newschecker’s article
- Youtube search
- Media report
- Twitter search
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )