গত ১২ জুন, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডনগামী একটি বিমান। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বিমানটিতে দুশোর বেশি যাত্রী এবং ১০ জনের বেশি বিমানকর্মী সওয়ার ছিলেনI দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুশোর বেশি। যাঁদের মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও (Vijay Rupani)। এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে বহু ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এছাড়া ঈদের আহবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক সাম্প্রদায়িক দাবি। সেই সমস্ত কিছুর সত্যতা জানা যাবে এবারের Weekly Wrap-তে।

কুমিরের পিঠে চেপে হিন্দু পুরোহিতের মন্দির-যাত্রার ভাইরাল ভিডিয়োটি আসল নয়, AI নির্মিত
হিন্দু পুরোহিতের কুমিরের পিঠে চড়ার ভিডিয়োটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ঈদ উপলক্ষে ‘রক্তের নদীতে’ ভাসল কলকাতার রাস্তা? না, নেটমাধ্যমে ছড়ালো বাংলাদেশের বেশকিছু পুরনো ছবি
কোলাজের প্রথম তিনটে ছবির খোঁজ করলেও, সেই সম্পর্কে যথাযথ তথ্য আমাদের সামনে আসেনি। তবে কোলাজের বাকি দুটো ছবি কলকাতার নয়, সেটা প্রমাণ থেকেই স্পষ্ট। সেগুলো পুরনো বাংলাদেশের ছবি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পুলিশকে পাথর ছুঁড়ে মারার ভাইরাল ভিডিয়োটি কি পশ্চিমবঙ্গের? না, ঘটনার সত্যতা জানুন এখানে…
তথ্য প্রমাণ থেকে একটা বিষয় স্পষ্ট যে পুলিশকে মারধরের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। সেটি ঝাড়খণ্ডের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা কি আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের ছবি? জানুন আসল সত্যিটা
বিমানের ধ্বংসাবশেষের ছবিটি আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের (Ahmedabad Plane Crash) নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের দাবিতে ছড়ালো একাধিক AI জেনারেটেড ছবি
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Air India) ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের (Ahmedabad Plane Crash) দাবিতে ভাইরাল এই ছবিগুলো একটাও আসল নয়। সবকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা কি আহমেদাবাদে ভেঙে পড়া বিমানটির শেষ মুহুর্তের ভিডিয়ো? জানুন আসল সত্যিটা
ভাইরাল ভিডিয়োটি সঙ্গে সাম্প্রতিক আহমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা কি বিমান দুর্ঘটনার আগে বিজয় রূপানির শেষ ছবি? জানুন আসল সত্যিটা
‘বিজয় রূপানির শেষ ছবি’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেটা ভাইরাল হচ্ছে, সেটা ভুল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।