Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
কংগ্রেসে (Congress) যোগদান করলেন অভিনেতা অজয় দেবগণ (Actor Ajay Devgan)। তার আগে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্তা রেড্ডির (Chief Minister of Telangana Revanth Reddy) সঙ্গে দেখা করেছিলেন তিনি।

অজয় দেবগণের (Actor Ajay Devgan) কংগ্রেসে (Congress) যোগদান সম্পর্কে, ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, আমাদের নজরে এমন কোনও সংবাদ প্রতিবেদন চোখে পড়েনি। এমনকী, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো খতিয়ে দেখলেও, তেমন কোনও ঘোষণা চোখে পড়েনি।
এরপর ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ৮ জুলাই, India Today-র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখানে ভাইরাল ছবিটির সঙ্গে লেখা ছিল যে, তেলেঙ্গনায় একটি বিশ্বমানের স্টুডিও তৈরির উদ্দেশে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রেবাতা রেড্ডির (Chief Minister of Telangana Revanth Reddy) সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা অজয় দেবগণ (Actor Ajay Devgan)।

৭ জুলাই, রেবাতা রেড্ডির এক্স হ্যান্ডেলেও ছবিটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টে স্পষ্ট ভাবে লেখা হয়েছিল যে, বিশ্বমানের একটি স্টুডিও তৈরির উদ্দেশে অজয় দেবগণ, তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। উন্নত অ্যানিমেশন ও ভিএফএক্স প্রযুক্তি-সহ স্টুডিও তৈরি করাই অভিনেতার উদ্দেশ্য।
NDTV, News18-এর ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্তা রেড্ডির (Chief Minister of Telangana Revanth Reddy) সঙ্গে অভিনেতা অজয় দেবগণের (Actor Ajay Devgan) সাক্ষাতের দাবিটি সঠিক হলেও। অজয় দেবগণের কংগ্রেসে যোগদানের দাবিটি ভুয়ো।
Sources
Post by Revanth Reddy, dated July 7, 2025
Report by India Today, dated July 8, 2025
Vasudha Beri
September 4, 2025
Tanujit Das
July 12, 2025
Runjay Kumar
July 10, 2025