বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024
বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024

HomeFact Checkমোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি বিভ্রান্তিকর দাবি...

মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়া

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Gujaratiতে প্রকাশিত হয়েছে )

গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়ার আবহে সোশ্যাল মিডিয়াতে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক ব্যক্তির ছবি ছড়িয়েছে হয়েছে যাকে Orewa গ্ৰুপের মালিক যারা মোরবি সেতু মেরামতের কাজ করেছিল। 

সম্প্রতি গুজরাটের মচ্ছু নদীর উপর শতাব্দী প্রাচীন মোরবি সেতু সারিয়ে তুলে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেই ঘটে বিপর্যয়। সেতুর উপর জনসাধারণের ভীড় হওয়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পরে সেতুটি। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে প্রায় ১৫০ মানুয়ের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়।  

Fact check / Verification 

গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে তিনি Orewa গ্ৰুপের মালিক নন, গুজরাটের কৃষিমন্ত্রী। ভাইরাল হওয়া ছবিটির Yandex টোলের দ্বারা রিভার্স ইমেজ করার পর আমরা ১৪ই অক্টোবর ২০২১ সালের VTV Gujaratiর একটি লিঙ্ক পাই। রিপোর্ট অনুসারে গুজরাটের কৃষিমন্ত্রী রাঘবজি প্যাটেল প্রধানমন্ত্রী মোদীর সাথে বিশেষ সাক্ষাৎ করেন। এই রিপোর্টে যে ছবিটি রয়েছে সেই ছবিটিই এই রিপোর্টে রয়েছে।

মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো image 1

এরপর আমরা রাঘবজি প্যাটেলের সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল অনুসন্ধান করি যেখানে আমার প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎকারের এই ছবির ছাড়াও আরো অনেক ছবি পাই।  ছবিগুলো ওনার ফেসবুকে ১৪ই অক্টোবর ২০২১ সালে আপলোড করা হয়েছিল। 

মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো image 1

আমরা গুগল Orewa গ্ৰুপের সম্পর্কে খোঁজার সময় LiveMint এর ১৯শে অক্টোবর ২০১২ সালের একটি রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে ওদাবজি প্যাটেল ৮৭ বছর বয়সে প্রাণ ত্যাগ করেছিলেন। তিনি Ajnata, Orpat ও Orewa কোম্পানির মালিক ছিলেন। ওনাকে’ দেওয়াল ঘড়ির জনক’ বলা হতো। অজন্তা ঘড়ি ছাড়াও ওনার কোম্পানি ইলেক্ট্রনিক বাইক, টিউব লাইট প্রস্তুত করতো। 

এখানে দেখা যেতে পারে আসল Orewa গ্ৰুপের মালিক ওদাবজি প্যাটেল ও রাঘবজি প্যাটেলকে দেখতে সম্পূর্ণ আলাদা। 

মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো image 4

Indian Express এর ১লা নভেম্বরের রিপোর্ট অনুসারে ওনার তিন ছেলে প্রবীণ, অশোক ও জয়সুখ নিজেদের ব্যবসা আলাদা করে ফেলেছে। প্রবীণ Orpat এর ব্যবসা সামলাচ্ছেন এবং অশোক অজন্তাকে দাঁড় করিয়েছেন। অন্যদিকে Orewa কোম্পানির বর্তমানে সামলাচ্ছেন জয়সুখ ভাই প্যাটেল। ব্রিজ ভেঙে পড়ার পর এর সমস্ত দায়ভার নিয়েছে সংস্থাটি। কোম্পানির ওয়েবসাইট থেকে জানতে পারি জয়সুখ ভাই প্যাটেল ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন এবং কোম্পানিটির ডিরেক্টর চিন্তন প্যাটেল। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মোরবি সেতু ভেঙে পড়ার আবহে প্রধানমন্ত্রীর সাথে গুজরাটের কৃষিমন্ত্রীর ছবি Orewa গ্ৰুপের মালিক ওদাবজি প্যাটেলের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। 

Result : False 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular