Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মুসলমান ধর্মাবলম্বীদের ছদ্মবেশে মুর্শিদাবাদ ও মালদহে অশান্তির চেষ্টা করেছিল দুই যুবক। জামতার হাতে তারা ধরা পড়েছিল।
ভাইরাল ভিডিয়োটির গত মার্চ মাসের এবং তার সঙ্গে মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) কোনও যোগ নেই।
মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) আবহে সোশ্যাস মিডিয়ায় ছড়িয়েছে একটি ভিডিয়ো। যেখানে দু’জন যুবকে ঘিরে রয়েছে বহু মানুষ এবং তাঁরা অভিযোগ করছেন যে, মুসলমান ধর্মাবলম্বীদের ছদ্মবেশে, ওই দুই যুবক বাইরের রাজ্য থেকে এলাকায় প্রবেশ করেছে। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই সেটাকে মুর্শিদাবাদ ও মালদহের বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “বহিরাগত দাংগা বাজ আগে থেকেই প্রবেশ করানো হয়েছে মুর্শিদাবাদ মালদায় মুসলমান সেজে গুটখাখোর দাংগা বাজ শান্ত বাংলা কে অশান্ত করতে চাইছে এই আরএসএস এর গুন্ডারা”

ভাইরাল ভিডিয়োটির মূল ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৫ মার্চ, ২০২৫ তারিখে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ভিডিয়োটির ক্যাপশনে বলা হয়েছিল যে, অশান্তি পাকানোর ষড়যন্ত্র নিয়ে বিহার থেকে এ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করেছে দুই হিন্দু যুবক।

ভিডিয়োটির ২ মিনিট ৩৯ সেকেন্ডে দেখা যায় যে, জনতা দুই যুবককে ধরে ফেলেছে এবং ভিড়ের মধ্যে উপস্থিত একজন বলছেন, “গতকাল ফালাকাটা এলাকায় আমি এই দুই যুবককে টুপি এবং কুর্তা খুলে ফেলতে দেখেছি। তাই আজ যখন আমরা আবার ওদের দেখতে পেলাম, তখন আমরা তাদের ধরে ফেলি এবং তাদের নথিপত্র দেখি। যা দেখে বোঝা যায় যে তারা হিন্দু।” এরপর, ধৃতদের মধ্যে একজনকে বলতে শোনা যায় যে, সে বিহারের বাসিন্দা এবং অন্যজন জানায়, তার নাম আশীষ কুমার। আমরা দেখতে পাই ৫ মার্চ, ২০২৫ তারিখে আরও বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল।

৪ মার্চ, ২০২৫ তারিখে আলিপুরদুয়ারের ফালাকাটার এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। ভিডিয়োতে বলা হয়েছিল যে ফালাকাটার গলাকাটা এলাকায় ওই দুই যুবক ধরা পড়েছিল।

৬ মার্চ, ২০২৫ তারিখে বাংলা পক্ষ সংগঠনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিয়োতে, ফালাকাটা থানার সামনে দাঁড়িয়ে দু’জন ব্যক্তিকে বলতে শোনা যায়, “সম্প্রতি গলাকাটা এলাকা থেকে বিহারের দুই যুবককে গ্রেফতারের একটি ঘটনা সামনে এসেছে। তারা রমজান মাসে মুসলিম পোশাক পরে এলাকায় ঘুরছিল। ওই দুই যুবক গলাকাটা এলাকার একটি বাড়িতে থাকত। কিন্তু একদিন বাড়িওয়ালা যখন উভয় যুবককে পোশাক পরিবর্তন করতে দেখেন, তখন তিনি তাদের কাগজপত্র পরীক্ষা করেন। তদন্তে জানা যায় যে, উভয় যুবকই মুসলিম নন, বরং হিন্দু এবং বিহারের বাসিন্দা। আমরা এই বিষয়ে ফালাকাটা পুলিশকে একটি চিঠি জমা দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি এবং তারা দুজনেই কী উদ্দেশ্যে এখানে বসবাস করছিল তা খুঁজে বের করার দাবি জানিয়েছি।”

বিষয়টি সম্পর্কে আরও জানার জন্য, ফালাকাটা থানার সামনে দাঁড়িয়ে কথা বলা দু’জন ব্যক্তির মধ্যে একজন, রজত ভট্টাচার্যের সঙ্গে Newschecker যোগাযোগ করেছে। তিনি আমাদের জানান যে, এই ঘটনাটি ফালাকাটার এবং মার্চ মাসের। যেখানে মুসলিমের ছদ্মবেশে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তি ধরা পড়েছিল। তারা দু’জনেই গলাকাটার একটি বাড়িতে থাকত।
তদন্তের সময়, Newschecker-এর তরফে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার এসএইচও-র সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তিনিও নিশ্চিত করে জানান, “ভাইরাল ভিডিয়োটি গত মার্চ মাসের এবং ফালাকাটার। উভয় যুবককেই হেফাজতে নেওয়া হয়েছিল।”
এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির গত মার্চ মাসের এবং তার সঙ্গে মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) কোনও যোগ নেই।
Sources
Video Uploaded by Facebook handle howrahbp on 5th March 2025
Video Uploaded by Facebook handle moktadul.alam.98 on 4th March 2025
Telephonic Conversation with Rajat Bhatacharjee
Telephonic Conversation with Falakata SHO
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025