Authors
Claim
ISRO সৌরযান আদিত্য L 1 এর তোলা সূর্যের সব থেকে কাছের ছবি সামনে এলো।
Fact
আপলোড করা ছবির সন্ধান করি।
আদিত্য L1 ভারতের মাটি ছেড়ে ২রা সেপ্টেম্বর ২০২৩এ রওনা হয় সূর্যের উদ্দেশ্যে। মূলত সার্কের গতিবিধি, গঠন ইত্যাদি বিষয় নিয়ে পর্যাপ্ত পরিমান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মহাকাশে পারি দিয়েছে আদিত্য L1.
সৌরপৃষ্ঠে পৌঁছে সূর্যের কিছু ছবি হাতে এসেছে ISRO যা টুইটারে ৮ই ডিসেম্বরে টুইট করেছে। এখানে যে ছবিগুলো রয়েছে তার সাথে ভাইরাল ছবির কোনো সাদৃশ্য নেই। আদিত্য L1 এ তোলা ছবির মধ্যে সূর্যকে অতিবেগুনি রশ্মির মধ্যে কিভাবে দেখায় তার ছবি রয়েছে।
Space.com এর ১২ই অক্টোবরের একটি রিপোর্টে সূর্যের গতিবিধি পরীক্ষা করার সৌরযান আদিত্য L1কে নিয়ে বলা হয়েছে ভারতের প্রথম সফল ভাবে উৎক্ষেপণ করা রকেট সূর্যের হলো কক্ষপথে অবতরণ করবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে সূর্যের।
কাছ থেকে তোলা সূর্যের ভাইরাল ছবির মতো বেশকিছু ছবি আমরা Flickr.com থেকেও পেয়েছি যা ২০২১ সালের।
Result: False
Sources
ISRO Tweet, 8 Dec 2023
Flickr.com
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।