Authors
Claim: যে স্টেশন মাস্টারের কারণে ওড়িশায় এতো মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটলো, তার নাম শরীফ আহমেদ
Fact: দাবিটি সম্পূর্ণ ভুল, ওই দিন অন্য স্টেশন মাস্টার ছিলেন এবং যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে বহুবছর আগে থেকে ইন্টারনেটে রয়েছে
সোশ্যাল মিডিয়াতে ওড়িশার বাহানাগতে তিনটি ট্রেন দুর্ঘটনার আবহে এক স্টেশন মাস্টারের ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে – “ওড়িশার বাহানাগতে ট্রেন দুর্ঘটনার পেছনে স্টেশন মাস্টার শরীফের হাত। বাহানাগর স্টেশন মাস্টার শরীফ আহমেদ, যিনি তিন তিনটি ট্রেনের একসঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে আর সিবিআইয়ের হাত থেকে বাচঁতে পালিয়ে বেড়াচ্ছে।”
একই পোস্ট আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরেও (9999499044) এসেছে।
Fact check / Verification
ওড়িশার বাহানাগতে ট্রেন দুর্ঘটনার পেছনে রয়েছে স্টেশন মাস্টার শরীফের হাত দাবিটি ভুল এবং যে ছবিটি ভাইরাল সেটিও অপ্রাসঙ্গিক।
যাকে বাহানাগর স্টেশন মাস্টার বলে দাবি করা হচ্ছে তার পরিচয় জানার জন্য আমরা প্রথমে গুগল রিভার্স ইমেজ করি। এর পর্যায়ে আমরা দুটি লিংক পাই যেখানে এই ছবিটি রয়েছে। Quora ও Vikaschander নামের লিংকে অনেক আগে থেকেই এই ‘শরীফ আহমদ’ নামে দাবি করা স্টেশন মাস্টারের ছবিটি রয়েছে। সাদা পোশাকে ট্রেনের নিয়ন্ত্রণ যন্ত্রের সামনে দাঁড়ানো একই ছবি Vikaschander সাইটিতে ২০০৪ সাল থেকে রয়েছে।
Quoraতে কিভাবে একজন মোটরম্যান অনেকগুলো ট্রেনের মধ্যে নির্দিষ্ট ট্রেনকে অনুসরণ করে? এই প্রশ্নের উত্তরে ট্রেনের সিগন্যাল, ট্রেনের লাইন, কিভাবে চালনা করা হয় ইত্যাদি বিষয়ে দেওয়া তথ্যের মধ্যে এই ছবিটিও রয়েছে। যদিও এখানে কোথাও লেখা নেই এই ব্যক্তির নাম শরীফ আহমেদ কিনা।
আরো পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থলের পাশে অবস্থিত ইস্কন মন্দিরকে মসজিদ বলে চালানো হলো সামাজিক মাধ্যমে
ভাইরাল ছবিটিকে ভালো করে দেখলে বোঝা যাবে সাদা বোর্ডের উপর বড়ো অক্ষরে লেখা রয়েছে ‘ BORRAGUHALU’ গুগলে নামটি লিখে খোঁজার পর জানতে পারি স্থানটি অন্ধ্রপ্রদেশের, ওড়িশার সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার সাথে এর কোনো যোগ নেই।
গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা IndiaToday ও Hindustan Times র রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে ঘটনার দিন মোতায়েন থাকা স্টেশন মাস্টার এসবি মোহান্তি সহ আরো বেশকিছু রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন CBI এবং পরে স্টেশন মাস্টারের থেকে মোবাইল সহ বেশকিছু বস্তু আটক করেছে। এখানেও কোথাও বলা হয়নি ঐদিন স্টেশন মাস্টার ছিলেন শরীফ আহমেদ।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ওড়িশার বাহানাগতে ট্রেন দুর্ঘটনার পেছনে রয়েছে স্টেশন মাস্টার শরীফের হাত, ভাইরাল এই দাবিটি সত্য নয়। এই দাবির সাথে যে ছবিটি ভাইরাল তার কোনো যোগ নেই এই দুর্ঘটনার সাথে।
Result: False
Our Sources
Hindustan Times, 8 June 2023
IndiaToday, 5 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।